ঘরে বসে পার্লারের থেকেও বেশি ফর্সা ত্বক পাওয়ার উপায়

ঘরে-বসে-পার্লারের-থেকেও-বেশি-ফর্সা-ত্বক-পাওয়ার-উপায়-1024x576

আমরা সবাই আমাদের মুখের রংকে উজ্জ্বল ও ফর্সা করার জন্য অনেক কিছুই করে থাকি। আর যখন আমরা আমাদের চাহিদা মত কাংকিত ফলাফল পাইনা তখন আমরা ত্বক নিয়ে খুব বেশি আপসেট থাকি ।   

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি দুর্দান্ত কার্যকর বেনানা ফেইসপ্যাক বানানো শেয়ার করব যেটি ব্যবহার করলে আপনি কোন সাইড ইফেক্ট ছাড়াই ইনস্ট্যান্ট ফলাফল পেয়ে যাবেন।এই পদ্ধতিটি আপনার ত্বকের দাগছোপ ও রুক্ষশুষ্কতাকে দূর করে ত্বককে করে তুলবে গ্লোয়িং ও ফর্সা। এই পদ্ধতিটি ব্যবহারে ত্বক এতই ফর্সা ও টাইট হবে আপনারা অন্য রেমেড়ি ব্যবহার করা ভুলে যাবেন।

এই রেমেড়িটি বানানোর জন্য

  • ১/২(অর্ধেক) কলা নিয়ে ম্যাস করে করতে হবে  
ত্বক ফর্সা করার উপায়

ত্বকের দাগছোপকে দূর করার জন্য পাকা কলা অনেক বেশি উপকারি । পাকা কলা ত্বক হতে বয়সের ছাপকে কমিয়ে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।

এবার এর সাথে এড করব 

  • ১ চামচ ট্মেটোর রস

টমেটোর মধ্যে ভিটামিন এ পাওয়া যায় যা ফ্রি রেডিকেলসের বিরোদ্ধে ফাইট করে স্কিনে বয়সের ছাপ আসতে দেয় না, যার কারণে স্কিন সবসময় তরুণ থাকে ।  

  • ও ১/২ (হাফ) চামচ অলিভ অয়েল ।

এবার সবগুলো উপাদানকে ভাল করে মিক্স করে নিন।

ফর্সা ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়

বন্ধুরা এই বেনানা ফেইসপ্যাকটি ত্বককে ফর্সা করার জন্য দূর্দান্ত একটি ফেইসপ্যাক।

উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে ।

এবার এই প্যাকটি একটি ব্রাশের সাহায্যে  চেহারায় এইভাবে  apply করুণ।

আপনারা ত্বকের সৌন্দর্যকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য এই প্যাকটিকে সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন ।

প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ। 

ফর্সা ত্বক পাওয়ার উপায়

২০ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।  

এই প্যাকটিকে বাড়িতে অবশ্যই ট্রাই করুণ ।