মাত্র ২ দিনে কালো ত্বক ফর্সা করার সহজ উপায়, Skin Whitening bangla

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব Miracle Skin Whitening Remedy।এই রেমেড়িটি ত্বক হতে বলিরেখা, বয়সের ছাপ ,ও ত্বকের কুচকানো ভাব দূর করে দিয়ে ত্বককে কাঁচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল করে তুলবে । তাছাড়া আপনার ত্বকে যদি হালকা দাগছোপ থাকে তাহলে সেটিও খুব সহজেই দূর হয়ে যাবে।

যদি আপনি ত্বক হতে বয়সের ছাপ দূর করে ত্বককে ফর্সা করতে চান তাহলে এই রেমিডিটিকে একবার হলেও ব্যবহার করে দেখবেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা কার্যকর ।

তো চলুন, এই রেমিড়িটি কিভাবে তৈরী করবেন তা দেখে নেয়া যাক।

যে যে উপকরণ লাগবেঃ

  • ৪ চামচ টমেটোর পেষ্ট
  • ১/২ চামচ হ্লুদ গুড়া।  
  • ১ টি ভিটামিন ই।
  • ২ চামচ কাঁচা তরল দুধ।
Skin Whitening bangla

আপনাদের কাছে কাঁচা তরল দুধ না থাকলে গোলাপজল ব্যবহার করতে পারেন।

প্যাকটি বানাতে আমি সবার প্রথমে নিচ্ছি ।    

৪ চামচ টমেটোর পেষ্ট           

টমেটোর মধ্যে থাকা লাইকোফিন স্কিনকে UV রে হতে Protect করে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে স্কিনকে টানটান করে তুলে। এছাড়াও টমেটোর মধ্যে ভিটামিন এ পাওয়া যায় যা ফ্রি রেডিকেলসের বিরোদ্ধে ফাইট করে স্কিনে বয়সের ছাপ আসতে দেয় না, যার কারণে স্কিন সবসময় ইয়াং থাকে ।         

এবার ট্মেটোর সাথে এড করে নিব , ২ চামচ মসুর ডালের গুড়া ।

এবার এগুলোকে ভাল করে মিক্স করে নিন ।   

সব উপকরণ মিশে নরম পেষ্ট তৈরী হয়ে এলে এটিকে এইভাবে apply করে নিন…।     

বন্ধুরা , এই প্যাকটি ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে ফর্সা , উজ্জ্বল ও নরম করে তোলে ত্বককে সুস্থ রাখতে অনেক ভালো কাজ করবে। এছাড়াও এটি ত্বক হতে রোদেপুড়া কালোদাগ দূর করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে।

প্যাকটি মুখে লাগিয়ে পুরোপুরি শুকিয়ে নিন।  

মুলতানি মাটির ফেসপ্যাক

যখন প্যাকটি পুরোপুরি শুকিয়ে যাবে তখন মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন…।    

এই প্যাকটি ব্যবহার করার পর আপনি দেখতে পাবেন আপনার ত্বকের সমস্ত রকমের ধুলো-ময়লা ও দাগছোপ দূর হয়ে ত্বক তুলতুলে নরম এবং কাঁচের মতো উজ্জ্বল ও ফর্সা গেছে ।    

Leave a Comment