Bangla Beauty tips 2020।।ফেসিয়াল যা ১ বার করলেই দারুন ফর্সা উজ্জ্বল ত্বক পাবেন

0
2486

বন্ধুরা,আমরা যখন নিজের চেহারা আয়নায় দেখি তখন আমরা মনে মনে ভাবতে শুরু করি আমাদের ত্বক যদি আরেকটু ফর্সা ও সুন্দর হত । আবার আমরা আমাদের ত্বককে উজ্জ্বল , ফর্সা করতে চাইলেও আমরা ত্বকের মধ্যে কোন সাইড- ইফেক্ট চাই না । কোন সাইড- ইফেক্ট ছাড়া ত্বককে ফর্সা করার জন্য দরকার হোম-মেইড রেমেড়ি ব্যবহার করা।   বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেড়ি শেয়ার করছি , যার সাহায্যে আপনারা আপনাদের ত্বককে আরো বেশি উজ্জল ,ফর্সা ও সুন্দর করতে পারবেন ।

বন্ধুরা চলুন তাহলে রেমেড়িটি তৈরি করে নিই।

  • এই রেমেড়িটি বানানোর জন্য আমাদের প্রথমে ১ কাপ দুধ একটি পাত্রে নিয়ে এটাকে গরম করে নিতে হবে ।

দুধের মধ্যে ল্যাকটিক এসিড ও প্রাকৃতিক ব্লিচ আছে যা আমাদের ত্বক হতে দাগ-ছোপকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করবে। এরপর ৩০ গ্রাম মত বীট্রুট কুচি কুচি করে  কেটে গরম দুধের মধ্যে দিয়ে ৫ মিনিট সিদ্ধ করতে হবে । বীটরোট খুব তাড়াতাড়ি ত্বককে ফর্সা করার প্রকৃতির সবচেয়ে সেরা উপাদান।  বীটরোটের মধ্যে প্রচুর পরিমাণে স্কিন লাইটেনিং এজেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক হতে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে।    

চেহারা ফর্সা করার সহজ উপায়

দুধের মধ্যে বীটরুট ৫ মিনিট সিদ্ধ করার পর এটাকে ছেঁকে নিন।

এবার এর সাথে এড করুণ

  • ১ চামচ ময়দা

ময়দাতে রয়েছে Cleanging প্রোপার্টি যা ত্বক হতে বয়সের ছাপ ,বলিরেখা ও সমস্ত কালো রং ও কাল দাগকে দূর করে দিয়ে ত্বককে নিমিশেই ফর্সা করে তুলে ।

  • এখন এর সাথে আরো নিয়ে নিব ১ টি ভিটামিন ই ।

ভিটামিন ই ত্বক হতে মৃতকোষ দূর করে ত্বককে ফর্সা , উজ্জ্বল ও নরম করে তোলে।

এবার সবগুলো উপাদানকে ভাল করে মিক্স করে নিন।

bangla beauty tips 2020

উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে ।এবার এই প্যাকটি একটি ব্রাশের সাহায্যে  চেহারায় এইভাবে  apply করুণ। আপনারা ত্বকের সৌন্দর্যকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য এই প্যাকটিকে সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন ।

দাগমুক্ত উজ্জ্বল ফর্সা ত্বক

প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ।  ২০ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।   বন্ধুরা আপনারা তো different দেখতেই পাচ্ছেন, এই প্যাকটি ব্যবহার করার পর আমার স্কিন আগের চেয়ে কতটা গ্লো করছে । এর সাথে সাথে ত্বক  নরম ও ক্লিন হয়ে উঠেছে। lighten ও spotless clean skin পাবার জন্য ।   এই প্যাকটিকে বাড়িতে অবশ্যই ট্রাই করুণ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here