100% গ্যারান্টি!! মাত্র একবার ব্যবহারেই আপনার ত্বক কালো ত্বক হয়ে উঠবে সম্পূর্ণ ফর্সা

কাল ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতে আমরা কত কিছুই না করে থাকি। বিভিন্ন নামিদামি পার্লারে গিয়ে।কেমিক্যালযুক্ত অসংখ্য দামী প্রসাধনী ব্যবহার করেও আমরা ভালো ফল পাচ্ছিনা বরং অজান্তেই আমাদের ত্বকের ক্ষতি করে বসেছি। তাই রূপচর্চায় কালো ত্বক ফর্সা করতে আর কেমিক্যাল নয় বন্ধুরা।

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনাদের কালো ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং ফর্সা। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কিছু প্রাকৃতিক উপাদান এর মিশ্রণ আপনার ত্বকে ব্যবহারে মাত্র একবারেইআপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং ফর্সা।

কালো ত্বক ফর্সা করার উপায়

তাই সুপ্রিয় বন্ধুরা কাল ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করার সেসকল অত্যন্ত কার্যকরী পদ্ধতি নিয়েই আমাদের এই আলোচনাটি সাজানো হয়েছে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক কালো ত্বক ফর্সা করার শতভাগ গ্যারান্টি সম্পন্ন পদ্ধতি ।

শতভাগ গ্যারান্টি সম্পন্ন কালো ত্বক ফর্সা করার উপায়ঃ

কাল ত্বক কে ফর্সা, উজ্জ্বল, আকর্ষণীয় এবং মসৃণ করতে চাইলে আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে। নিম্নে সেসকল ধাপ সমূহ আলোচনা করা হলোঃ

প্রথম ধাপঃ

কালো ত্বক ফর্সা করতে যেসকল ধাপসমূহ আপনাকে অতিক্রম করতে হবে তার প্রথম ধাপটি হচ্ছে আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নেয়া। বিভিন্ন উপায় এবং প্রাকৃতিক উপাদান এর সাহায্যে আপনি আপনার ত্বক পরিষ্কার করে নিতে পারেন যেমন;

1,,  আপনার ত্বকের জন্য উপযোগী যেকোনো ক্লিনজার ক্রিম দিয়ে আপনি আপনার ত্বক পরিষ্কার করে নিতে পারেন।

কালো ত্বক ফর্সা করার উপায়

2,,  একটি লেবু স্লাইস করে কেটে নিয়ে তাতে আধা চা-চামচ চিনি দিয়ে ভালোভাবে মুখে ঘষে নিন। এরপর কুসুম গরম জলে মুখ ধুয়ে নিন।

3,,  1 চা চামচ এলোভেরা জেল এর সাথে 1 চা চামচ মধু এবং তিন থেকে চার ফোঁটা লেবুর রস মিশিয়ে ভালোভাবে মুখে মাসাজ করে নিন। এবং ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।

4,,  আপনি চাইলে কাঁচা তরল দুধ দিয়েও ভালোভাবে ম্যাসাজ করে ত্বক ধুয়ে নিতে পারেন।

উপরোক্ত যেকোনো একটি ক্লিনজিং স্টেপ গ্রহণ করে আপনি আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন।

দ্বিতীয় ধাপঃ

কাল ত্বক কে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উজ্জ্বল এবং ফর্সা করার দ্বিতীয় ধাপটি হচ্ছে ম্যাসাজিং বা আপনার ত্বককে ম্যাসাজ করা। দ্বিতীয় ধাপের জন্য আপনাকে প্রথমেই কিছু প্রাকৃতিক উপাদান এর সাহায্যে একটি প্যাক তৈরি করে নিতে হবে।

উপাদানসমূহঃ

কালো ত্বক ফর্সা করার উপায়

২  চামচ বিটরুট এর রস।

একটা চামচ টকদই

২ চামচ বেসন।

সবগুলো মিশ্রণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিন।

মিশ্রণ গুলো ভালোভাবে গুলিয়ে নিয়ে তাতে পরিমাণমতো গোলাপজল দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরী করে নিন। তাহলেই প্যাকটি সম্পূর্ণ ব্যবহারের জন্য রেডি হয়ে যাবে।

প্রথম ধাপটি সম্পন্ন করার পর তুলা অথবা মুখের ব্রাশের সাহায্যে প্যাকটি আপনার মুখে ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

5 থেকে 7 মিনিট ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মাসাজ করুন।

এরপর কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে নিলেই আপনার দ্বিতীয় ধাপের কাজটি সম্পন্ন হবে।

তৃতীয় ধাপঃ

কাল ত্বক কে ফর্সা এবং উজ্জ্বল ও আকর্ষণীয় করার তৃতীয় এবং চূড়ান্ত ধাপে হচ্ছে আপনার ত্বকে ফেস মাস্ক এপ্লাই করা। এর জন্য প্রথমেই আপনাকে বিভিন্ন প্রাকৃতিক উপাদান এর সাহায্যে একটি ফেস মাস্ক তৈরি করে নিতে হবে। নিম্নে তা বিস্তারিত দেখানো হলোঃ

উপাদানসমূহঃ

২ টেবিল চামচ বিটরুটের রস।

২চামচ ময়দা

১ চা-চামচ অ্যালোভেরার জেল।

কালো ত্বক ফর্সা করার উপায়

পরিমান মত কাঁচা তরল দুধ।

সমস্ত উপাদানসমূহ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে পেস্ট করে নিন। পরিমাণমতো দুধ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরী করে নিন। তাহলে তৈরি হয়ে যাবে আপনার কাল ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার জন্য অত্যন্ত কার্যকরী একটি ফেস মাস্ক।

ব্যবহার পদ্ধতিঃ

দ্বিতীয় ধাপ অতিক্রম করার পর তোলা অথবা মুখের ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মুখে ভালোভাবে ফেসমাস্কটি লাগিয়ে নিন।

ফেসমাস্কটি সম্পূর্ণ শুকানোর জন্য 20 থেকে 25 মিনিট সময় দিন।

কালো ত্বক ফর্সা করার উপায়

সম্পূর্ণ শুকিয়ে গেলে কুসুম গরম জলে তোলা ভিজিয়ে ত্বকে ঘষে ঘষে আস্তে আস্তে ফেসমাস্কটি তুলে নিন।

এবং ঠাণ্ডা পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।

বিঃদ্রঃ

তৃতীয় ধাপ অতিক্রম করার পর অবশ্যই আপনার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করে নিবেন।

ময়েশ্চারাইজার হিসেবে আপনি আপনার ত্বকের জন্য উপযুক্ত বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ক্রিম অথবা এলোভেরা এবং মধু ব্যবহার করতে পারবেন।

উপকরণসমূহ কোথায় পাওয়া যাবেঃ

কাল ত্বককে ফর্সা করতে ব্যবহৃত বিভিন্ন। উপকরণসমূহ সবগুলোই বিভিন্ন প্রসাধনীর দোকান এবং ভেষজ উদ্ভিদ এর দোকানে পাওয়া যাবে।

কাল ত্বককে ফর্সা করতে পদ্ধতি সমূহ ব্যবহারে সর্তকতাঃ

উপরে উল্লেখিত কোন উপাদান আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তার ব্যবহার করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন।

মেসেজিং প্যাক এবং ফেস মাস্ক ত্বকে লাগিয়ে রোদে, গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

পদ্ধতি সমূহ ব্যবহারের পর অন্তত 18 থেকে  24 ঘন্টায় কোন ধরনের মেকআপ নিবেন না।

মেসেজ করার সময় ত্বকে অতিরিক্ত প্রেসার দিবেন না।

স্থায়ীভাবে কালো ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতে সপ্তাহে অন্তত ২ বার এই পদ্ধতিটি অনুসরণ করুন।

কালো ত্বক ফর্সা করতে উপরে বর্ণিত এবং ব্যবহারিত সমস্ত উপকরণ প্রাকৃতিক হওয়ায় ত্বকে এর পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা থাকেনা। যে কেউ ঘরে বসেই নিজেদের ত্বকের যত্নে পদ্ধতিসমূহ ব্যবহার করতে পারেন। তাই 100% গ্যারান্টি সহকারে কালো ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে উপরে উল্লেখিত পদ্ধতিসমূহ অনুসরণ করুন। হয়ে উঠুন আকর্ষণীয়, উজ্জ্বল, ফর্সা ত্বকের অধিকারী।