স্থায়ীভাবে ব্রণ ও ব্রণের দাগ দূর করতে 100% কার্যকারী স্কিন হোয়াইটেনিং ফেইসপ্যাক

স্কিন-হোয়াইটেনিং-ফেইসপ্যাক

আমরা সবাই চাই আমাদের ত্বক সুন্দর ফর্সা উজ্জ্বল ও বে-দাগ হোক। আজকে  আমি আপনাদের সাথে এমন একটি স্কিন হোয়াইটেনিং রেমেডি শেয়ার করব যার মাধ্যমে আপনারা আপনাদের ত্বককে সুন্দর ফর্সা উজ্জ্বল ও বেদাগ করতে পারবেন ।  এর ব্যবহারে আপনার ত্বক দিনদিন গ্লোয়িং আর ফর্সা হবে । আর এই রেমেডি প্রথম ব্যবহারে আপনি অসাধারণ ফলাফল পাবেন।

মুলতানি-মাটি-ও-বেসনের-ফেসপ্যাক

কিভাবে এ স্কিন হোয়াইটেনিং রেমেডিকে বানাতে হয়

ফেইসপ্যাকটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

  • নিমের পাতার গুড়া
  • গোলাপের পাপড়ি গুড়া
  • ক্যাসটর অয়েল
  • টমেটোর রস
মুলতানি মাটির ফেসপ্যাক

ফেইসপ্যাকটি তৈরি করার নিয়ম:

এই ফেইসপ্যাকটি তৈরি করার জন্য সবার প্রথমে একটি বাটিতে, ২ চামচ নিমের পাতার গুড়া,২ চামচ গোলাপের পাপড়ি গুড়া , ১/২  চামচ ক্যাসটর অয়েল ও ১/২ কাপ টমেটোর রস নিন

নিমের পাতার গুড়াগোলাপের পাপড়ি গুড়াক্যাসটর অয়েলটমেটোর রস
২ চামচ২ চামচ১/২  চামচ১/২ কাপ

এবার সবগুলো উপকরণ খুব ভালোকরে মিশিয়ে নিন।

ফেইসপ্যাকটি ব্যবহার করার নিয়মাবলী:

  • এই ফেইসপ্যাকটি তৈরি হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে চেহারায় ভালভাবে লাগিয়ে নিন।
  • যদি আপনাদের কাছে ব্রাশ না থাকে সে ক্ষেত্রে হাত ভালো করে পরিষ্কার করে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন।
  • প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ।
  • ২০ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন। 
মধু ও লেবুর ফেসপ্যাক

ফেইসপ্যাকটি কাজ করার কারণঃ

নিমের পাতার গুড়া:

চেহারায় ব্রণ ওঠা আমাদের সবার common problem । নিমপাতার গুড়া আমাদের ত্বকের অয়েল প্রোডাকশনকে কন্ট্রোল করে ।

ফেসপ্যাক ব্যবহারের নিয়ম

আর ত্বকের প্রোসে জমে থাকা জার্মকেও নষ্ট করে দেয় যার ফলে ব্রণের problem চিরতরে দূর হয়ে যাবে।

টমেটোর রস:

টমেটোর মধ্যে থাকা লাইকোফিন স্কিনকে UV রে হতে Protect করে ।  টমেটোর মধ্যে ভিটামিন এ পাওয়া যায় যা ফ্রি রেডিকেলসের বিরোদ্ধে ফাইট করে স্কিনে বয়সের ছাপ আসতে দেয় না, যার কারণে স্কিন সবসময় তরুণ থাকে ।

গোলাপের পাপড়ি গুড়া:

গুলাপের পাপড়ি গুড়া আমাদের ত্বককে খুব ভালভাবে হাইড্রেটেড আর ময়েশ্চারাইজ করে যার ফলে আমাদের ত্বক হেলদি হয় ও রংকে ফর্সা করে এবং ত্বকে অসাধারণ একটি ইয়ংগার লোকিং চলে আসে।

ফেসপ্যাক ব্যবহারের নিয়ম (2)

নোট:

  • আপনাদের যাদের ত্বক অয়েলি তারা ক্যাসটর অয়েলের পরবর্তে লেবুর রস use করবেন ।  
  • ফেইসপ্যাক টি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

কিছু কমন প্রশ্ন এবং তার উত্তরঃ

নিমের পাতার গুড়া কোথায় পাওয়া যায়?

আপনারা কসমেটিকের দোকানে পাবেন অথবা ভালো মুদি দোকানেও পেতে পারেন।

গোলাপের পাপড়ি গুড়া কোথায় পাওয়া যায়?

গোলাপের পাপড়ি গুড়া কসমেটিকের দোকানে অথবা সুপার শপে পাবেন।

ক্যাসটর অয়েল কোথায় পাওয়া যায়?

ক্যাসটর অয়েল সুপার শপে অথবা ভালো মুদি দোকানেও পেতে পারেন।

ক্যাসটর অয়েল না থাকলে কি করব?

ক্যাসটর অয়েল না থাকলে লেবুর রস অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন

নিমের পাতার গুড়ার দাম কত?

২০-১৫০ টাকা

গোলাপের পাপড়ি গুড়ার দাম কত?

১০০ টাকা

ক্যাসটর অয়েলের দাম কত?

১৫০ থেকে ১০০০ টাকা