নিজেই তৈরি করুন হোমমেড এলোভেরা জেল।বাড়িতে এলোভেরা জেল তৈরি করার নিয়ম

রূপচর্চার জগতে এলোভেরাকে ছাড়া একদিন অতিবাহিত করা প্রায় অসম্ভব। এলোভেরা জেল শুধু  ত্বকের জন্যই নয় এটি সমানে চুল, ঠোঁট সহ এটি স্বাস্থ্যের  জন্য উপকারী । তাই এলোভেরা জেল কাছে থাকলে রূপচর্চা সহজ হবে । বাজারে অনেক এলোভেরা জেল কিনতে পাওয়া যায় যা ব্যবহার করতে পারবেন ।

তবে, ত্বকের জন্য ফ্রেশ ন্যাচারাল হোমমেড অ্যালোভেরা জেল এর কোন বিকল্প নেই । তাই, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে এলোভেরা জেল তৈরি করার নিয়ম এবং তা কিভাবে স্টোর করে রাখবেন।

তাহলে বন্ধুরা চলুন, এলোভেরা জেল  তৈরি করে নিই।

হোমমেড এলোভেরা জেল তৈরি করার পদ্ধতিঃ

Aloe Vera Gel 

প্রয়োজনীয় উপাদানঃ

  • ৪-৫ টি বড় সাইজের এলোভেরা পাতা – 150 গ্রাম
  • ৩- ৪ চামচ গোলাপ জল

এলোভেরা জেল তৈরির ধাপঃ

এলোভেরা জেল তৈরি করার জন্য প্রথমে পরিষ্কার এলোভেরা পাতা নিতে হবে এবং এলোভেরা পাতার  দুই পাশ কেটে রাখুন । ওখান থেকে কিছু হলুদ রঙের পদার্থ বের হয়ে আসবে যা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর । 

হলুদ রঙের পদার্থটা বের হয়ে এলে টিস্যু দিয়ে এই পদার্থ গুলো মুছে নিব। মুছে নেবার পর এলোভেরা পাতার ভিতরের নরম জেল নিয়ে নিবো। 

এলোভেরা পাতা থেকে এলোভেরা গুলো নেওয়া হয়ে গেলে একটি ব্লেন্ডারে নিয়ে এরসাথে গোলাপজল এড করে ব্লেন্ড করে নিন। 

ব্লেন্ড করার পর একটি পরিষ্কার বাটিতে ঢেলে নিন । ব্লেন্ড করার পর এগুলোতে একটু বুদবুদ দেখা দিবে । তবে চিন্তা করার কিছু নেই 20 থেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন এই বুদবুদ চলে যাবে । 

৩০ মিনিট  অপেক্ষা করার পর বুদবুদগুলো চলে গেলে  তৈরি হয়ে যাবে অ্যালোভেরা জেল।

নোটঃ

বন্ধুরা, একটি কাঁচের বোতলে এটি স্টোর করে রাখুন। এবং এই এলোভেরা জেল আপনি ফ্রিজে রেখে 5 থেকে 10 দিন ব্যবহার করতে পারবেন ।