মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর করার উপায়

একজোড়া সুন্দর ঠোঁটের প্রতি সবার আকর্ষণ থাকে । যখন অন্যের ঠোঁট সুন্দর দাগহীন দেখায় তখন নিজের মনের অজান্তেই নিজের ঠোট গুলো সে রকম দাগহীন সুন্দর হবার আকাঙ্খা সবার মনের মধ্যে জেগে ওঠে। কিন্তু আমাদের ঠোঁট আমরা সুন্দর দাগহীন করতে চাইলেও এমন কিছু অভ্যাস আমাদের মধ্যে রয়েছে যে অভ্যাস গুলোর কারণে আমাদের ঠোঁটের মধ্যে কালো দাগ হয় এবং ঠোঁট কালো হয়ে যায় ।

ঠোটের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায়

ঠোঁট কালো হবারঃ

  • বিভিন্ন কারণে ঠোঁট কালো হতে পারে । যারা অতিমাত্রায় চা-কফি পান করেন তাদের ঠোঁট কালো হতে পারে ।
  • এছাড়াও অতিরিক্ত মেকআপ অর্থাৎ লিপস্টিক ব্যবহারের কারণেও আমাদের ঠোঁট কালো হয়ে যায়।
  • আবার অনেকের ঠোঁটের মধ্যে কিছু ব্যবহার না করার পরও ঠোঁট কালো থাকে এবং ঠোঁটের মধ্যে কালো দাগ দেখা যায় । আর এর কারণ হচ্ছে নিয়মিত যত্ন নেওয়ার অভাব ।
  • আর যাদের ধূমপান করার অভ্যাস আছে তাদের ঠোঁটের কথা না হয় ছেড়েই দিলাম । কারণ ধূমপানের অভ্যাস এর কারনে ঠোঁট এতো বেশি কালো হয়ে যায় যা দেখতে খুবই বেমানান লাগে।

ঠোঁটের উপরের কালো দাগ দূর করার উপায়

  • যে কারণেই ঠোঁট কালো হোক না কেন এত কিছুর পরও যারা নিজেদের কালো ঠোঁটের দাগ দূর করতে চান এবং ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁটকে সুন্দর করতে চান তাদের জন্য রয়েছে ঘরোয়া কিছু টিপস।

ঠোঁটের যত্নে এইসব ঘরোয়া টিপস গুলো কি কি তা জেনে নিই

ধনেপাতাঃ

যা যা দরকারঃ

  • ব্লেন্ড করা ধনে পাতা

ধনেপাতা দিয়ে ঠোট গোলাপি করার উপায়

ব্যবহারে নিয়মঃ

শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাবার কারণে যেমন ঠোঁট কালো হয়ে যায় ঠিক তেমনি শীতকালে ধনেপাতা প্রচুর পরিমাণে পাওয়া যায় । শীতকালে ঠোঁটের কাল দাগ দূর করতে ব্লেন্ড করা ধনে পাতা ঠোঁটের উপর ৫ থেকে ১০ মিনিট স্ক্রাব করা হয় তাহলে ঠোঁটের কালো দাগ দূর হয়ে যাবে।

বিটরুটঃ

যা যা দরকারঃ

  • ব্লেন্ড করা বিটরুট

ব্যবহারে নিয়মঃ

ব্লেন্ড করা বিটরুট ঠোঁটের মধ্যে ৫ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে পারেন।  এতে ঠোঁটের কালোভাব দূর হয়ে যাবে এবং অনেক বেশি সুস্থ হয়ে উঠবে । এবং তার সাথে সাথে এটি একটি গোলাপ আভা এনে দিবে। কারণ বীটরোটের মধ্যে প্রচুর পরিমাণে স্কিন লাইটেনিং এজেন্ট এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ঠোঁটের উজ্জ্বলতা বাড়িয়ে দিবে।

অ্যালোভেরা ও মধুঃ

যা যা দরকারঃ

  • ১ টুকরো অ্যালোভেরা
  • দুই তিন ফোঁটা মধু

অ্যালোভেরা ও মধুর সাহায্যে ঠোঁট গোলাপি করার উপায়

ব্যবহারে নিয়মঃ

এক টুকরো অ্যালোভেরার ওপর দুই তিন ফোঁটা মধু দিয়ে ঠোঁটের মধ্যে মাসাজ করবেন ।

অ্যালোভেরা ও মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে পরিচিত এটি ঠোঁটকে ময়েশ্চারাইজার  করে ঠোঁটের ফাটা প্রতিরোধ করবে ।

দুধের ছানা ও মধুঃ

যা যা দরকারঃ

  • ১ চমচ দুধের ছানা
  • ১ চমচ মধু

ব্যবহারে নিয়মঃ

দুধের ছানার সাথে মধু মিশিয়ে ঠোঁটের মধ্যে ১০ মিনিট ম্যাসাজ করতে পারেন। এভাবে মাসাজ করলে ঠোঁটের উপরের মৃতকোষ দূর হয়ে যাবে এবং ঠোঁট হবে এতে করে ঠোঁটের আজও তার অভাব পূরণ হবে এবং ঠোঁটের কালো দাগ দূর হয়ে যাবে

দুধের ছানা ও মধুর সাহায্যে ঠোঁট গোলাপি করার উপায়

লেবুঃ  

যা যা দরকারঃ

১ টুকরো লেবু

ব্যবহারে নিয়মঃ

প্রতিদিন রাতে ঘুমাবার আগে লেবুর সাহায্যে ঠোঁটকে ৫ মিনিট ম্যাসাজ করুন এরপর ঘুমিয়ে পড়ুন । এভাবে ম্যাসাজ করলে ঠোটেঁর কালো দাগ দূর হয়ে যাবে। কারণ লেবুর মধ্যে ভিটামিন সি ও সাইট্রিক এসিড পাওয়া যায় যা কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ঠোঁটকে ব্রাইট ও লাইটেন করে তুলে । 

  

আপনারা ঠোটের কালো দাগ দূর করার জন্য এই টিপস গুলোর যেকোনো একটি টিপস ব্যবহার করতে পারেন ।