ব্রণ ও ত্বকের ইনফেকশন দূর করতে মুলতানি মাটি ও টমেটোর ফেসপ্যাক

মুলতানি-মাটি-ও-টমেটোর-ফেসপ্যাক

অন্যান্য সময়ের তুলনায় গরমকালে আমাদের মুখে ব্রণ ও ব্রণের মত বিচি দেখে দেয় । ব্রণের সমস্যা আমাদের কমবেশি সবারই আছে বিশেষ করে তৈলাক্ত ত্বকে এই সমস্যাটি খুব বেশি হয়ে থাকে।

১৫ বছরের পর থেকে এবং ৩০ বছরের আগ পর্যন্ত এই সমস্যাটি সবার ত্বকের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা যা খুবই বিরক্তিকর।

তাই গরমে মুখের ব্রণ ও দাগ দূর করতে আপনাদের সাথে শেয়ার করছি মুলতানি মাটি ও টমেটোর ফেসপ্যাক যা মুখ থেকে ব্রণের দাগ দূর করতে কার্যকরী ভূমিকা রাখবে।

কালো ত্বক ফর্সা করার উপায়,

মেডিকেল গবেষণায় জানা গেছে মুলতানি মাটির সাথে টমেটোর মিশ্রণ মুখে আক্রমণকারী অন্যান্য জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে।

এছাড়াও টমেটোতে থাকা এসিটিক এসিড ব্রণের চিকিৎসা করার জন্য এবং ত্বক থেকে যন্ত্রণাদায়ক এই সকল সমস্যা দূর করার জন্য শক্তিশালী ভূমিকা রাখে। এছাড়াও ভিটামিন-সি ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব  নিয়ন্ত্রণে রাখে।

ত্বক ফর্সা করার রেমেড়ি

তাই মুলতানি মাটির সাথে টমেটোর ব্যবহার ত্বকের ব্রণের চিকিৎসার জন্য খুবই কার্যকরী।    

মুলতানি মাটি ও টমেটোর ফেসপ্যাকঃ 

এখন আমরা দেখব টমেটো ও মুলতানি মাটির সাথে আর কোন উপাদান মিশিয়ে এমন গুরুত্বপূর্ণ প্যাকটি তৈরি করা যায়।

প্রয়োজনীয় উপাদানঃ

ত্বক ফর্সা করতে ট্মেটো

মুলতানি মাটি ২ টেবিল চামচ

এলোভেরা জেল ১ চামচ

শরীর ফর্সা করার উপায়

টমেটোর পেষ্ট ২ টেবিল চামচ

পরিমাণ মত গোলাপজল

তৈরী ও ব্যবহার প্রক্রিয়াঃ

বিচি ফেলে দিয়ে টমেটোর খোসা নিয়ে পেষ্ট তৈরী করে ২ টেবিল চামচ টমেটোর পেষ্ট , মুলতানি মাটি এলোভেরা জেল  ও পরিমাণ মত গোলাপজল পরিস্কার বাটিতে নিন। এবার উপাদান গুলো খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন।

ত্বক ফর্সা করার কফির ফেসপ্যাক,

মিশ্রণটি ঠোঁট ও চোখ ব্যতিত সারা মুখে লাগান।

এটি লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।

১৫ মিনিট পর পরিস্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

নোটঃ

১। সপ্তাহে ৩ বার ব্যবহার করুন।

২। সব ধরণের ত্বকের জন্য উপকারী ।

৩। একটি বিষয় মাথায় রাখবেন যখন আপনারা এই প্যাকটি ব্রণের চারিপাশ জায়গায় ম্যাসাজ করবেন আলতোভাবে। কারণ ব্রণ হওয়া মানে এমনিতেই ত্বকের ইনফেকশন হওয়া, কিন্তু আমরা যদি এর চারিপাশে জায়গায় আরো বেশি চাপ দিয়ে মাসাজ করি পাশে জায়গাগুলো  ইনফেকশন হতে পারে, তাই আমাদের আলতোভাবে মাসাজ করতে হবে।

৪। এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো এই প্যাকটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না ।

ত্বকের ব্রণ সহ যে কোন ইনফেকশন দূর করতে এই প্যাকটি নিয়মিত ব্যবহার করবেন ।