মাত্র 3 দিনে মুখের ব্রণ দূর করতে মুলতানি মাটির সেরা কিছু ফেসপ্যাক

ব্রণ আমাদের সৌন্দর্য এবং রূপচর্চার প্রতিবন্ধকতা স্বরুপ। কিশোর থেকে মাঝ বয়সি ছেলে এবং মেয়ে প্রায় সকলেই এই সমস্যায়  ভুগছেন। এবং স্বম্পূর্ণ প্রাকৃতিক একটি সমাধান খুঁজছেন। আর এদিকে আপনাদের ব্রণ এবং ব্রণের দাগ দিন দিন বেড়েই যাচ্ছে। তাই বন্ধুরা মাত্র 3 দিনে ব্রণের উপদ্রব থেকে রক্ষা পেতে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক সমাধান, মুলতানি মাটি। দ্রুত সময়ে চেহারা থেকে ব্রণ দূর করতে মুলতানি মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বিশেষ কিছু প্রাকৃতিক উপাদান এর মিশ্রণে মুলতানি মাটির ফেসপ্যাক সমূহ  ব্রণ দূর করতে খুবই কার্যকরী। তাই বন্ধুরা আমাদের এই আলোচনাটি সাজিয়েছি মুলতানি মাটির এমন কিছু ফেইসপ্যাক নিয়ে যান মাত্র 3 দিনে আপনার চেহারা থেকে ব্রণ সম্পূর্ণরূপে দূর করবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক মাত্র 3 দিনে চেহারা থেকে ব্রণ-দূর-করার  মুলতানি মাটির ফেসপ্যাক সমূহ।

 মুলতানি মাটি কিঃ

  মুলতানি মাটি হচ্ছে অন্যান্য পরিষ্কারক ক্ষমতার অধিকারী চুন যুক্ত এক ধরনের খনিজ মাটি। হাজার 1800 শতাব্দীতে পাকিস্তানের মুলতান শহর এটি প্রথম পাওয়া যায়। মুলতান শহর এর নাম অনুসারে মাটির নাম করা হয় মুলতানি মাটি। রূপচর্চায় মুলতানি মাটি  বহুকাল ধরেই ব্যবহৃত হয়ে আসছে।

ব্রণ দূর করতে মুলতানি মাটির সেরা ফেসপ্যাক সমূহঃ

 মুলতানি মাটি, নিম এবং মধুঃ

  প্রথমে একটি পরিষ্কার পাত্রে 2 টেবিল চামচ মুলতানি মাটি

1 টেবিল চামচ মধু

এবং 1 টেবিল চামচ নিমের গুড়ো  ভালোভাবে মিশিয়ে নিন।

  এবার তিন থেকে চার ফোঁটা লেবুর রস দিয়ে

 পরিমাণমতো গোলাপ জলের সাহায্যে উপাদান গুলো ভালোভাবে মিশিয়ে মুলতানি মাটির ফেসপ্যাক তৈরি করে নিন।

 ব্যবহার পদ্ধতিঃ

 প্রথমে পরিষ্কার পানিতে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

  এবার তুলা অথবা মুখের ব্রাশের সাহায্যে ফেসপ্যাকটি সম্পূর্ণ মুখে ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

  শুকানোর জন্য 25 থেকে 30 মিনিট সময় দিন।

  এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

  এ ফেসপ্যাকটি আপনার ত্বক থেকে অতি দ্রুত ব্রণ দূর করতে অত্যন্ত কার্যকরী।

মুলতানি মাটি, হলুদ এবং মধুঃ

 একটি পরিষ্কার পাত্রে 2 টেবিল চামচ মুলতানি মাটি 

1 টেবিল চামচ মধু 

 1 চা-চামচ কাঁচা হলুদের গুঁড়া

 ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন মুলতানি মাটির ব্রণ দূর করতে   অত্যন্ত কার্যকরী ফেসপ্যাক টি।

  ব্যবহার পদ্ধতিঃ

  প্রথমে কুসুম গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

 এবার নরম কিছু সাহায্যের যেমন তুলা বা মুখের ব্রাস  দিয়ে মুখে ভালোভাবে ফেসপ্যাকটি লাগিয়ে নিন।

  3 থেকে 5 মিনিটস ক্রাব করুন।

  শুকানোর জন্য 20 থেকে 25 মিনিট সময় দিয়ে ঠান্ডা জলে মুখ পরিষ্কার করে নিন।

 মুলতানি মাটির এই ফেসপ্যাক টি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক থেকে অতি দ্রুত ব্রণ দূর হবে।

মুলতানি মাটি, চন্দন এবং বেসনঃ

  প্রথমে একটি পরিস্কার পাত্রে 2 টেবিল চামচ মুলতানি মাটি

 2 টেবিল-চামচ চন্দনের গুঁড়া এবং 

1 টেবিল চামচ বেসন ভালোভাবে মিশিয়ে নিন।

  এবার পরিমাণমতো পানি অথবা গোলাপজল দিয়ে  মিশ্রণটি ভালোভাবে পেস্ট করে নিন।

 ব্যবহার পদ্ধতিঃ

  মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহারের জন্য উপরে উল্লেখিত ব্যবহার পদ্ধতি সমূহ অনুসরণ করুন।

 ভালো ফলাফলের জন্য সপ্তাহে কমপক্ষে দু’বার ব্যবহার করুন।

  মুলতানি মাটি, টকদই এবং বেসনঃ

  একটি পরিষ্কার পাত্রে 2 টেবিল চামচ মুলতানি মাটি,

 2 টেবিল চামচ টক দই, 

এবং 1 টেবিল চামচ বেসন ভালোভাবে মিশিয়ে নিয়ে  তৈরি করে নিন

 ব্রণ দূর করতে অত্যন্ত কার্যকরী মুলতানি মাটির ফেসপ্যাক টি।

 ব্যবহার পদ্ধতিঃ

  ব্রণ দূর করতে মুলতানি মাটির ফেসপ্যাক টি ব্যবহারের জন্য উপরে উল্লেখিত ব্যবহার পদ্ধতি অনুসরণ করুন।

  এটি খুব দ্রুত আপনার ত্বক থেকে ব্রণ এবং ব্রণের দাগ দূর করবে।

এলোভেরা ও মুলতানি মাটিঃ

 2 টেবিল চামচ মুলতানি মাটি, 

এবং দুই টেবিল-চামচ এলোভেরা সাথে  1 চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন ব্রণ দূর করতে মুলতানি মাটির অত্যন্ত কার্যকরী ফেসপ্যাক টি।

  ব্যবহার পদ্ধতিঃ

  প্রথমে পরিষ্কার জলে মুখ পরিষ্কার করে নিন।

  তোলা বা মুখের ব্রাশের সাহায্যে মিশ্রণটি আপনার সম্পূর্ণ মুখে স্ক্রাব করে লাগিয়ে নিন।

  15 থেকে 20 মিনিট শুকানোর জন্য সময় দিয়ে ঠান্ডা পানি দিয়ে  মুখ ধুয়ে নিন।

মুলতানি মাটির ফেসপ্যাক গুলো  ব্যবহারের উপকারিতাঃ

  দ্রুত ত্বক থেকে ব্রণ দূর করবে।

  ব্রণের দাগ সহ বিভিন্ন ধরনের দাগ দূর করবে।

 ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখবে।

  বলিরেখা এবং বুড়িয়ে যাওয়া ভাব দূর করে ত্বককে মসৃণ ও কোমল রাখবে।

  ত্বক থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর করে ত্বককে সতেজ এবং সজীব রাখবে।

  মুলতানি মাটি ত্বকের যত্নে স্কিন কেয়ার হিসেবে কাজ করে।

  তাই নিয়মিত মুলতানি মাটির ব্যবহার মাত্র তিন দিনেই ব্রণ এবং ব্রণের দাগ দূর হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ

   মুলতানি মাটি অথবা মুলতানি মাটির ফেসপ্যাক এ ব্যবহৃত কোন উপাদান আপনার ত্বকের জন্য এলার্জিক হলে সেটি ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

  মুলতানি  মাটির ফেসপ্যাক ত্বকে লাগিয়ে রোদে, গরম স্থানে বা ধুলাবালিতে যাবেন না।

  মুলতানি মাটি শিশুদের স্পর্শের সম্পূর্ণ বাইরে রাখুন।

 মুলতানি মাটি ব্যবহারে ব্যবহারে সতর্ক হোন। কারণ এটি শ্বাসনালীতে পৌঁছালে আপনার শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে।

মুলতানি মাটি কোথায় পাওয়া যায়?

  প্রত্যেক বিউটি পার্লার এবং প্রায় সব প্রসাধনীর দোকানেই খুবই স্বল্প মূল্যে মুলতানি মাটি পাওয়া যায়।

  মুলতানি মাটি তে থাকা প্রাকৃতিক বিভিন্ন ধরনের খনিজ উপাদান এর জন্যই বহুকাল ধরে রূপচর্চায় এবং ব্রণ দূর করতে মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহৃত হয়ে আসছে। মুলতানি মাটির ফেসপ্যাক গুলো সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় ত্বকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকেনা। 

মাত্র 3 দিনে ব্রণের ব্রণ দূর করতে চাইলে আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করুন। হয়ে উঠুন ব্রণ এবং দাগমুক্ত সুস্থ-সতেজ, সুন্দর, উজ্জ্বল এবং আকর্ষণীয় ত্বকের অধিকারী।

 ধন্যবাদ