মুলতানি মাটির এই ফেসপ্যাক ব্যবহার করে ত্বক ফর্সা আর টানটান করে তুলুন

 বন্ধুরা, আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি এমন একটি দুর্দান্ত আর চমৎকার ঘরোয়া হোয়াইটেনিং রেমিডি । এটি মুলতানি মাটির তৈরি এই ফেসপাক ব্যবহার  করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের মুখ এত উজ্জ্বল ফর্সা , গ্লোয়িং আর টানটান হয়ে গেছে যা দেখে আপনারা নিজেই বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, এই দুর্দান্ত হোয়াইটেনিং রেমিডিটি ত্বককে শুধুমাত্র ফর্সা করবে না বরং এটি ত্বক ফর্সা করার সাথে সাথে ত্বকের দাগ ছোপ একেবারেই দূর করে দিবে এবং ত্বক পরিষ্কার ঝকঝকে হয়ে উঠবে।  

woman-applying-serum-to-face

তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন রেমিডিটি তৈরি করে নিয় ।    

ত্বক ফর্সা করতে মুলতানি মাটির ফেসপ্যাকটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

দু চামচ – চালের গুঁড়া

ত্বক ফর্সা করতে মুলতানি মাটি,

এক চা চামচ – মুলতানি মাটি

ত্বক-ফর্সা-করতে-হলুদ

হাফ( ১/২ ) চা চামচ – হলুদ গুড়া

পরিমাণমতো – গোলাপজল 

ত্বক ফর্সা আর টানটান করতে মুলতানি মাটির ফেসপ্যাকটি তৈরির ধাপঃ

আমাদের এই রেমেডিটি তৈরি করার জন্য প্রয়োজন একটি পরিষ্কার বাটি ।

পরিস্কার বাটি টি নিয়ে এরমধ্যে চালের গুঁড়া,মুলতানি মাটি , হলুদ গুড়া ও গোলাপজল নিয়ে সবগুলো উপাদানকে খুব ভাল করে মিশিয়ে নিন ।

সবগুলো উপাদান একসাথে মিশে স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে মুখের মধ্যে এপ্লাই করুণ।

রেমেডিটি এপ্লাই করার পর এটি ত্বকের মধ্যে ২০ মিনিট রেখে দিন ।

২০ মিনিট পর এটি পুরুপুরি শুকিয়ে গেলে মুখ পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন। 

মুলতানি মাটির ফেসপ্যাকটি কাজ করার কারণঃ

চাল গুড়াঃ

চালের মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা আমাদের ত্বকের এইজিং প্রসেস স্লো করে দেয়। যার ফলে ত্বক থেকে প্রায় 10 বছর পর্যন্ত বয়সের ছাপ কমে যায় আর ত্বক উজ্জ্বল টানটান মসৃণ হয়।

এছাড়াও এর মধ্যে এসিড থাকে যা ত্বককে রোদে  ট্যান পড়ে যাওয়া থেকে রক্ষা করে আর ত্বকের দাগছোপকেও দূর করে। 

মুলতানি মাটিঃ

মুলতানি মাটির উপকারিতা,

মুলতানি মাটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের সমস্ত রকমের ধুলো ময়লা ও দাগছোপকে দূর করে দিয়ে ত্বককে ফর্সা করবে।

হলুদঃ

হলুদের মধ্যে ত্বকের জন্য অনেক উপকারী উপাদান রয়েছে ,তার মধ্যে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার অতি গুরুত্বপূর্ণ উপাদানের নাম হল অ্যান্টি- অক্সিডেন্ট। হলুদের মধ্যে থাকা অ্যান্টি- অক্সিডেন্টের কাজ হল ত্বক হতে রোদে পুড়া কালো দাগ ,তামাটে ভাব ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বকের ভিতর থেকে ফর্সা করে তুলা ।

আর হলুদের মধ্যে থাকা অন্যান্য উপাদানগুলো ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। আর হলুদের natural lightening property ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

নোটঃ

১। যদি আপনি আপনার ত্বককে ফর্সা ও দাগহীন রাখতে চান তাহলে এই রেমেডিটি একদিন পরপর ব্যবহার করুন।

এই রেমেডিটি এতটাই কার্যকর যে এটা ব্যবহারে মুখকে সুন্দর এবং টানটান করে তুলবে যার ফলে ত্বক অনেক বেশি ইয়াং দেখাবে। তো বন্ধুরা, আপনারা ত্বককে সুন্দর,উজ্জ্বল ও ফর্সা করার জন্য এই রেমেডিটি ব্যবহার করুন।