খুব সহজেই ত্বক ফর্সা করতে কফির ফেসপ্যাক বানানোর ও ব্যবহারের নিয়ম

সুন্দর হতে কে না চায় বলুন তো। কিন্তু নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে সবাই সমানভাবে পারদর্শী না। তার কারণ হচ্ছে আমাদের রূপচর্চা বিষয়ে অনীহা এবং অজ্ঞতা। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘরোয়া ফেসপ্যাক নিয়ে আলোচনা করব যেটি ব্যবহারে আপনি খুব সহজেই নিজেকে সুন্দর গোছালো করে তুলতে পারবেন। এই ফেসপ্যাকটি মাত্র 10 মিনিট সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আর এটি ব্যবহার ও খুবই সহজ কারণ এখানে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে তার সবকটিই সচরাচর আমাদের বাসা বাড়িতে পাওয়া যায় । 

 ফেইসপ্যাক টি তৈরি করার নিয়ম  

 সবার প্রথমে একটি পরিষ্কার বাটি নিন । 

এর মধ্যে 3 চামচ কফি পাউডার নিন । 

এরপর এর সাথে 2 চামচ বেসন এড করুন। 

তারপর 4 চামচ টক দই দিয়ে  নিন।

 সবার শেষে ১ চামচ লেবুর রস  নিন ।  

 এদেরকে খুব ভালোকরে মিক্স করে স্মোথ পেষ্ট বানিয়ে নিতে হবে । 

 এই ফেসপ্যাক টি ব্যবহার করার নিয়মাবলী 

একটি ব্রাশের সাহায্যে ফেসপ্যাক টি  চেহারায় ভাল করে apply করে নিন ।

ফেসপ্যাক টি মুখে apply করে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুণ। 

 এটি শুকিয়ে গেলে ত্বক পরিস্কার জল দিয়ে ভাল করে ধুয়ে  নিতে হবে । 

ত্বক পরিস্কার জল দিয়ে নেওয়ার পর নরম কাপড় দিয়ে মুখ ভালো করে মুছে নিন ।

 প্যাকটি আপনার ত্বকের কাজ করার কারণ :

 কফি 

কফির মধ্যে আছে কেফেইন ও খুব powerfull অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বক হতে ডেড স্কিন টিস্যু রিমুভ করে ত্বককে ফ্রেস ও ইয়াং করে তুলবে। ত্বক হতে রোদে পুড়া কালো দাগ ,তামাটে ভাব ও ত্বকের কালচে রংও ডেড স্কিন টিস্যু রিমুভ করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলে। কফি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনার পর দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।

 বেসন 

 বেসন আমাদের ত্বকের মধ্যে সারা দিনে জমে থাকা ধুলো ময়লাকে ত্বক হতে  দূর করে ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলে। 

 টক দই 

টক দই এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড এবং আলফা হাইড্রোক্সি এসিড রয়েছে। যা ত্বকের মৃত কোষ কে দূর করতে সাহায্য করে। তাছাড়া টকদই চেহারার বলিরেখা দূর করতেও সাহায্য করে । 

 লেবুর রস 

লেবুর রসের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা আপনার চেহারার সকল ইনফেকশনকে দূর করে দেয়  ।  আর সাথে সাথে এটি আপনার চেহারার ব্রন ও ব্রনের দাগ দূর করে দেয়  । 

নোট

 যাদের ত্বক সেনসেটিভ তারা লেবুর রসের পরিবর্তে মধু ব্যবহার করবেন।  

টক দই ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ বাজারের বিক্রি করার টক দইয়ের গুণমান সব সময় খুব একটা ভালো থাকে না।