কম বয়সে পাকা চুল নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন সমাধান

কম বয়সে পাকা চুল নিয়ে দুশ্চিন্তা

বিভিন্ন জনের বিভিন্ন কারনে খুব অল্প বয়সে চুল পাকার সমস্যা শুরু হয়ে যায়।এই সমস্যার দেখা দিলে তার জমজ ভাই হিসেবে দেখা যায় আরেকটি সমস্যা । তা হলো চুল পাকলে মনে হয় আমাদের বয়স বেড়ে গেছে।

পাকা চুল ফের কাঁচা হবে

ঠিক এই কারণে পাকা চুল নিয়ে নানা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হন অনেকেই। আসলে অল্প বয়সে চুল পাকাটা বিব্রতকর একটি বিষয়।

এই বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেতে সাহায্য নিতে পারেন প্রাকৃতিক উপাদানের । যা কলপের মত ক্ষনস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী সমাধান দিবে।  

তাই প্রাকৃতিক উপাদানকে চুলের পাকা রোধ করতে ব্যবহার করুন । আর এমন একটি প্রাকৃতিক উপাদানের তৈরি রেমেড়ি হচ্ছে ।

চলুন রেমেড়িটি দেখে নিই ।

চুল পাকে কোন ভিটামিনের অভাবে

কারিপাতার রেমেড়িঃ

চুলের যত্নে কারি পাতার ব্যবহার আমাদের অনেকেরই অজানা । হ্যাঁ বন্ধুরা কারিপাতাতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, আয়রন, জিংক, ফলিক এসিড এবং প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের চুলের পেকে যাওয়া রোধ করে চুলকে করে তোলে ঘন কালো মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল।

ব্যবহৃত উপকরণঃ

এক কাপ সতেজ কারি পাতা।

আধা কাপ অপরিশোধিত নারিকেল তেল।

রেমিড়ি তৈরীর প্রক্রিয়াঃ

একটি পাত্রে আধা কাপ নারিকেল তেল দিয়ে চুলায় বসিয়ে গরম করে নিন। অল্প গরম হয়ে উঠলে তাতে এক কাপ কারি পাতা দিয়ে দিন।

হালকা আছে কিছু সময় গরম করার পর কারি পাতার রং কালো হয়ে উঠবে। তখন তেলটি নামিয়ে নিবেন। এবং ঠান্ডা হওয়ার জন্য ওভাবেই কিছু সময় রেখে দিবেন।

তেলতি সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে কারি পাতা দিয়ে তৈরি চুলের পেকে যাওয়া রোধে অত্যন্ত কার্যকরী একটি রেমেডি।

কারিপাতার রেমিড়ি  চুলে ব্যবহারের প্রক্রিয়াঃ

  • পরিষ্কার মাথার স্কাল্পে এবং সম্পূর্ন চুলে হেয়ার ব্রাশ এর সাহায্যে কারিপাতার রেমেডি লাগিয়ে নিন।
মেথির হেয়ার প্যাক
  • তিন থেকে  পাঁচ মিনিট চুলের গোড়া আলতো ভাবে ম্যাসাজ করুন।
  • এবার ১২ মিনিট অপেক্ষা করুন।
  • তারপর ভেষজ শ্যাম্পু দিয়ে  মাথা ভালোভাবে ধুয়ে নিন।

নোটঃ

১। ভালো ফল পেতে কারিপাতার রেমিড়ি সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করবেন। এটি দ্রুত সময়ে আপনার চুল পেকে যাওয়া রোধ করে চুলকে ঘন কালো এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তুলবে।

চুলকে কালো করার জন্য এলোপ্যাথিক ঔষধ

২। গোসলের পূর্বে কারিপাতার রেমিড়ি ব্যবহার করলে ভাল ফল পাবেন।

কম বয়সে চুল পাকা বন্ধ করবে এই রেমেড়িটি । তাই কম বয়সে পাকা চুল নিয়ে আর দুশ্চিন্তা না করে এটিকে ট্রাই করুন ।