কোথাও যাবার আগে ত্বক ফ্রেশ ও ফর্সা করুন এই ফেসপ্যাকটির সাহায্যে

ত্বক ফ্রেশ ও ফর্সা করার ফেসপ্যাক

বন্ধুরা আমরা সকলেই চাই আমাদেরকে আরেকটু সুন্দর ,ফর্সা ও  দিপ্তময় করে তোলার জন্য । কিন্তু সেই  চিন্তাটি আমাদের খুব বেশি নাড়িয়ে তুলে যখন কোথাও বেড়াতে যাবার কথা উঠে । কোন কাপড়ে আমাকে মানাবে ,কিভাবে নিজেকে উপস্থাপন করলে সুন্দর দেখাবে ? 

এরকম আরো নানান বিষয় নিয়ে দুশ্চিন্তা শুরু হয়ে যায়।

আর এরকম হাজারো দুশ্চিন্তার মাঝে এসে ভর করে তামাটে , ফ্যাকাসে কিংবা কালো হয়ে যাওয়া ত্বককে কিভাবে ফ্রেশ ও ফর্সা করা যায়।

ত্বক ফর্সা করার সেরা ফেসপ্যাক

আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করছি যার সাহায্যে ত্বককে খুব দ্রুত ও সহজে ফ্রেশ ও ফর্সা করতে পারবেন। 

দুশ্চিন্তা দূর করার জন্য একটি সহজ রেমেডি এই রেমেডি টি আপনি যদি কোথাও যাওয়ার আগে ব্যবহার করেন তাহলে দেখবেন সবাই আপনার দেখি কি ভাবে তাকিয়ে আছে। বন্ধুরা চলুন তাহলে এই অসাধারণ যে রেমেডি কিভাবে তৈরি করবেন তার দেখিয়ে দিই এবং কোথাও যাওয়ার আগে কিভাবে ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক।

ত্বক ফ্রেশ ও ফর্সা করার ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ 

পাকা কলা – অর্ধেক

পাকা পেঁপে – এক টুকরো

ত্বক ফর্সা করার উপায়

চালের গুঁড়া – দুই চা চামচ

এলোভেরা জেল – এক চা চামচ

ফেসপ্যাকটি তৈরির ধাপঃ   

কলা ও পেঁপের খোসা তুলে নিয়ে কলাকে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন।

ব্লেড করার পর একটি পরিষ্কার বাটির মধ্যে ঢেলে নিন ।

এরপর একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদানকে পরিমাণমত নিয়ে ভালোভাবে মিশে নিন ।

ত্বক ফর্সা করার উপায়

ব্রাশের সাহায্যে ত্বকের ওপর এপ্লাই করুন ।

ফেসপ্যাকটি এপ্লাই করে ১৫ মিনিট চেহারায় রেখে দিন ।

১৫ মিনিট পর ত্বকের উপর হাত দিয়ে ম্যাসাজ করুন।

ত্বক উজ্জ্বল ও মসৃণ করার উপায়

৫ মিনিট ম্যাসাজ এরপর ত্বক ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।

নোটঃ   

১। ত্বকের উজ্জ্বল, ফ্রেশ ও ফর্সা ভাব ধরে রাখতে এই ফেসপ্যাকটিকে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন। আর ত্বককে তাৎক্ষণিক ফর্সা করতে কোথাও যাবার আগে ব্যবহার করতে পারেন।

কাজ করার কারণঃ

ত্বক ম্যাসাজঃ

ত্বক ম্যাসাজ করার ফলে ত্বকে ব্লাড সার্কুলেশন বেশি বৃদ্ধি পাবে। ত্বক হতে মৃত কোষ ও মৃত চামড়া উঠে গিয়ে ত্বক হতে বয়সের ছাপ দূর হয়ে যাবে ।

ত্বক ফর্সা করার টিপস

বন্ধুরা , এই রেমিডিটি ফর্সা করার পাশাপাশি এটি ত্বকের নানা সমস্যার সমাধান করবে । ত্বক হতে  ব্রণের দাগ সহ সকল কালো দাগ দূর করে দিবে । আপনারা অবশ্যই এই রেমেড়িটি ব্যবহার করে দেখবেন ।