একরাতে হয়ে উঠুন ফর্সা ও উজ্জ্বল ত্বকের অধিকারী যা 100% গ্যারান্টি

ত্বক-ফর্সা-করতে-কফির-ফেসপ্যাক

আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি স্কিন হোয়াটেনিং রেমেড়ি শেয়ার করব ।এই রেমেড়িটি মাত্র ১ বার ব্যবহারে ত্বক ফর্সা হওয়ার সাথে সাথে হয়ে যাবে কাঁচের মতো স্বচ্ছ ,চকচকে উজ্জল ও ফর্সা ।

এছাড়া মুখ থেকে সমস্ত ধরনের কালো দাগ-ছোপকে দূর করে দিয়ে ত্বককে মসৃণ ও সুস্থ করে তুলবে।সুস্থ উজ্জল গ্লোয়িং ও ক্লিন ত্বক পেতে চাইলে একবার এই রেমেড়িটি ব্যবহার করে দেখুন ।

চলুন , এই রেমেড়িটি কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে তা দেখে নিই।

রেমেড়িটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ 

২ চামচ বেসন

১ চামচ কফি 

কাঁচা দুধের উপকারীতা

২ চামচ কাঁচা তরল দুধ 

১ চামচ লেবুর রস

তৈরি করার প্রণালীঃ 

এই রেমেড়িটি বানানোর জন্য একটি পরিষ্কার বাটি নিন ।

এরপর বাটির মধ্যে সব উপাদান নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন ।

ব্যবহার করার নিয়মঃ

ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রেমেড়িটি যখন তৈরি হয়ে আসবে তখন একটি ব্রাশের সাহায্যে মুখে এপ্লাই করুন।

এপ্লাই করার পর  20 মিনিট অপেক্ষা করুন ।

20 মিনিট পর হাত দিয়ে মুখের মধ্যে হালকা মাস্যাজ করুন ।

এরপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

এরপর শুকনো টাওয়াল দিয়ে মুখ মুছে ফেলুন ।

নোটঃ 

ভাল ফলাফল পেতে চাইলে এই রেমেড়িটি সপ্তাহে দুই দিন করে ব্যবহার করুন ।    

উপকারিতাঃ        

বেসনঃ    

বেসন ত্বকের মধ্যে সারা দিনের জমে থাকা ধূলা-ময়লাকে দূর করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে ।

বেসনের মধ্যে থাকা উপাদানগুলো স্কিন টোন সমান করে ,স্কিন কালার ব্যালান্স করে স্কিনে অন্যরকম একটি গ্লো নিয়ে আসে ।

কফিঃ   

কফির মধ্যে আছে ক্যাফেইন ও শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট যা স্কিন থেকে মরা টিস্যুকে দূর করে আর ত্বককে ইয়াং ও ফ্রেস  করে তুলে।

এছাড়াও কফি ত্বকের উজ্জ্বলতাকে ফিরিয়ে এনে দিনের পর দিন উজ্জ্বলতা ধরে রাখে ।   

এই ফেসপ্যাকটি ব্যবহার করার পর বুঝতে পারবেন আগের তুলনায় ত্বক অনেক ফর্সা হয়ে উঠেছে ।

তাই এই রেমেড়িটি ব্যবহার করার পর আর কোনো বাজারের ক্রিম ব্যবহার করতে হবে না ।