বেসনের এই ফেসপ্যাক গুলো ব্যবহার করুন, ত্বক এত বেশি ফর্সা হবে অবাক হয়ে যাবেন !

আজকে আপনাদের সাথে ত্বককে ফর্সা করতে বেসনের এমন কিছু ফেসপ্যাক শেয়ার করব যার মাধ্যমে আপনারা খুব সহজেই ত্বককে ফর্সা, উজ্জ্বল ও লাবণ্যময় করে তুলতে পারেবন।   

বন্ধুরা বেসনের মধ্যে ধরনের গুনাগুন রয়েছে তা আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে দারুণ ভাবে কাজ করে।

তাই আজকে ত্বক ফর্সা করতে বেসনের সাথে বিভিন্ন ধরনের উপকরণ এর মিশ্রণে দারুন সব ফেসপ্যাক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক বেসনের সাথে আর কোন কোন উপকরণের মধ্য দিয়ে আমরা এই প্যাকগুলো তৈরি করব এবং কোন প্যাকগুলো কিভাবে ব্যবহার করব ।

ত্বক ফর্সা করতে বেসনের ফেসপ্যাক – ১

  • প্রথমে যে প্যাকটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই প্যাক টি  আপনারা গরমের দিনে বাহির থেকে যখন ঘরে আসবেন, তখন ব্যবহার করবেন। কারণ এই প্যাকটি আমাদের ত্বকের রোদে পোড়া ভাব দূর করবে। পাশাপাশি ত্বককে জীবাণুমুক্ত করবে। আর ত্বককে অনেক ফর্সা ও গ্লোইং করবে।  

তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে………

২ টেবিল চামচ বেসন,

১ টেবিল চামচ এলোভেরা জেল,

  • ২টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট,

৩ টেবিল চামচ গরুর দুধ,

যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ 

  • প্রথমে একটি পাকা টমেটো নিয়ে টুকরো করে কেটে ব্লেন্ডার টমেটোর পেস্ট তৈরি করে নিতে হবে ।
  • এরপর সব উপকরণ গুলো একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে  চমৎকার একটি প্যাক তৈরি করে ফেলতে পারেন।
  • এবার এই প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন।

ত্বক ফর্সা করতে বেসনের ফেসপ্যাক – ২

  • এখন আপনাদের সাথে যে প্যাকটি শেয়ার করব, এই প্যাকটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে সবচেয়ে কার্যকরী ফলাফল আপনি পাবেন।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে তা হল……

  • ২ টেবিল চামচ বেসন,
  • ২ টেবিল চামচ টক দই,
  • ১ চামচ মুলতানি মাটি,  
  • ৩ চামচ গোলাপ জল  

যেভাবে ব্যবহার করবেনঃ

  • একটি বাটিতে এই চারটি উপকরণ একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে প্যাকটি তৈরি করে নিতে হবে।
  • এরপর প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট সময় পরে টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে।
  • এবং সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

বন্ধুরা এই প্যাক দুটি ত্বককে ভেতর থেকে ফর্সা করে তুলবে।পাশাপাশি বিভিন্ন ধরনের ব্রণের দীর্ঘমেয়াদি দাগ থাকলে তাও কিন্তু দূর করে দিবে ।

আপনাদের সুবিধা অনুযায়ী ত্বককে ফর্সা করতে এই ফেসপ্যাক দুটির যে কোন একটি ব্যবহার করুন ।