২ দিনে স্থায়ীভাবে ফর্সা হওয়ার জন্য কলার ফেসপ্যাক,permanently skin whitening banana face pack DIY

বন্ধুরা , আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ত্বক ফর্সা করতে অসাধারণ কার্যকর এবং অত্যাধিক ফর্সাকারী ক্ষমতাসম্পন্ন কলার ফেসপ্যাক। এ ফেইসপ্যাকটি ত্বকের কালো দাগ ধীরে ধীরে দূর করে দিবে এবং ত্বকের কালো রং কে ভিতর থেকে ফর্সা করে তুলবে । এছাড়াও এটি ত্বক ফর্সা করার সাথে সাথে ত্বককে কোমল, নরম এবং তুলতুলে করে তুলবে।

কলার এই প্যাকটি ব্যবহার করে কার্যকর ফলাফল পাবার জন্য আপনারা সঠিক নিয়ম অনুসরণ করেই এই ফেসপ্যাকটি ত্বকের মধ্যে এপ্লাই করুন।

চলুন ফেসপ্যাকটি কিভাবে তৈরি করতে হবে তা জেনে নিই।   

ত্বককে ফর্সা করতে কলার ফেসপ্যাকঃ

প্রয়োজনীয় উপাদানঃ

২ টেবিল চামচ কলার পেস্ট

১ টেবিল চামচ টক দই

১ চা চামচ অ্যালোভেরা জেল  

আধা চা চামচ লেবুর রস

১ চামচ মধু

কলার ফেসপ্যাকটি তৈরির পদ্ধতিঃ

সবার প্রথমে একটি ফ্রেশ পাকা কলা নিয়ে এর খোসা ছাড়িয়ে এটিকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।

কলা টুকরো করে কাটার পর একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন।

এরপর একটি অ্যালোভেরার পাতা নিয়ে এক টুকরো এলোভেরা নিয়ে এর দুই পাশ কেটে নিন এবং এর খোসা ছাড়িয়ে অ্যালোভেরা জেল বের করে নিতে হবে ।

এরপর একটি পরিষ্কার বাটিতে ২ টেবিল-চামচ কলার পেস্ট , ১ টেবিল চামচ টক দই , ১ চা-চামচ অ্যালোভেরা জেল , এক চামচ মধু ও আধা চা চামচ লেবুর রস নিয়ে সবগুলো উপাদানকে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে ।

সবগুলো উপাদান মিশে গেলে একটি ব্রাশের সাহায্যে এটি ত্বকের মধ্যে এপ্লাই করে নিন ।

এটি এপ্লাই করার পর পুরোপুরি শুকিয়ে যাবার জন্য ১৫ থেকে ২০ মিনিট ত্বকের মধ্যে রেখে দিন ।

এটি ত্বকের মধ্যে পুরোপুরি শুকিয়ে গেলে ত্বক পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে।

নোটঃ

১। খুব ভালো ফলাফল পাবার জন্য আপনারা এই ব্যক্তিটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন

২। এই প্যাকটিতে মধু ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে মধু যেন খাঁটি হয়। আপনাদের কাছে যদি খাঁটি মধু না থাকে তাহলে মধু ব্যবহার না করেও পারবেন ।

৩। বন্ধুরা আপনারা চাইলে ঠিক ফেসপ্যাক ব্যবহার করার আগে অ্যালোভেরা জেল বের করে এলোভেরা জেল ব্যবহার করতে পারেন  অথবা আগেই এলোভেরা জেল তৈরি করে রেখে দিতে পারেন অথবা আপনারা বাজারের ভালো মানের যেকোনো এলোভেরা জেল ব্যবহার করতে পারেন।

বন্ধুরা, আপনারা আপনাদের ত্বকের কালো রং দূর করে ত্বককে ফর্সা করার জন্য এই ফেসপ্যাকটি ব্যবহার করুন।

কমন কিছু প্রশ্ন ও তার উত্তরঃ

১। প্রশ্নঃ এই রেমেড়ি কি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে ?

   উত্তরঃ এই রেমেড়িটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না ।