মাত্র ১৫ মিনিটে ত্বককে সবচেয়ে দ্রুত ফর্সা ও গ্লোয়িং বানানোর জন্য স্কিন ফেয়ারনেস ফেইসপ্যাক

স্কিন ফেয়ারনেস ফেইসপ্যাক

 বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি দুর্দান্ত আর চমৎকার ঘরোয়া রেমিডি। আজকে আমি আপনাদের দেখাব মাত্র ১৫ মিনিটে  ত্বককে সবচেয়ে দ্রুত ফর্সা ও গ্লোয়িং বানানোর জন্য স্কিন ফেয়ারনেস ফেইসপ্যাক। এই ফেসপ্যাকটি স্কিনের সকল দাগকে দূর করে দিবে। এবং ত্বককে দুর্দান্তভাবে ফর্সা করে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে।  

চলুন প্যাকটি তৈরি করে নিই । প্যাকটি বানানোর জন্য একটি বাটিতেa

ত্বককে-সবচেয়ে-দ্রুত-ফর্সা করার উপায়
  • ২ চামচ সেদ্ধ করা গাজরের পেষ্ট নিচ্ছি।

আমি গাজর সেদ্ধ করে ব্লেন্ড করে পেষ্ট তৈরি করে নিয়েছি । গাজর ত্বককে ফর্সা করার জন্য খুব ভাল প্রাকৃতিক উপাদান । ত্বকে ব্যবহার করা পাশাপাশি প্রতিদিন একটি করে গাজর খেলেও ত্বক উজ্জ্বল থাকবে ।   

READ MORE: ত্বকের জন্য কলার উপকারিতা ও কলার ফেসপ্যাক

এবার গাজরের সাথে এড করব

ফর্সা ত্বক পেতে কাঁচা হলুদের ফেসমাস্ক
  • ১ চামচ টকদই

দইয়ের মধ্যে থাকা ভিটামিন বি ৫ ত্বক হতে কালো দাগ,বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে।

READ MORE: ত্বকের জন্য হলুদের অসাধারণ সাতটি উপকারিতা

  • ১/২ চামচ অলিভ অয়েল। যাদের ত্বক অয়েলি তারা অলিভ অয়েলের পরিবর্তে লেবুর রস ব্যবহার করবেন ।
  • ও ১ ভিটামিন ই।
ত্বকের দাগ দূর করার উপায়

ভিটামিন ই ত্বক হতে মৃতকোষ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ও নরম করে তোলে।

এখন সবগুলো উপাদানকে মিক্স করে নিব । 

READ MORE: ৭ দিনে চুলকে দ্রুত লম্বা ও ঘন করার সব থেকে কার্যকরী উপায়

বন্ধুরা এটি একটি কার্যকর স্কিন হোয়াইটেনিং ফেইসপ্যাক । এটা ব্যবহার করলে ত্বক হতে রোদেপোড়া কালোদাগ, ব্রণ ও বয়সের ছাপ দূর হয়ে ত্বক হয়ে উঠবে টানটান ও গ্লোয়িং।  

ত্বক ফর্সা করার উপায়

উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে । এবার এই প্যাকটি একটি ব্রাশের সাহায্যে চেহারায় apply করুণ।

আপনাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেলে ত্বকের উজ্জ্বলতাকে ধরে রাখার জন্য এই প্যাকটিকে নিয়মিত ব্যবহার করুণ । প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুণ।  ১৫ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।  

READ MORE: ঘাড় ও গলার বিশ্রী কালো দাগ দূর করার উপায়।

বন্ধুরা প্যাকটি ব্যবহার করার পর আপনারা খুব ভাল রেজাল্ট পাবেন । ভাল ফলাফল পাবার জন্য আপনারা এটিকে অবশ্যই ব্যবহার করবেন ।