সহজ ও ঘরোয়া উপায়ে তৈলাক্ত ত্বক ফর্সা ও আকর্ষনীয় করার ২টি উপায়

তৈলাক্ত ত্বক মানেই মুখে ব্রণ, ব্রণের দাগ, ত্বকে তেলতেলে কালো ভাব সহ নানা সমস্যার কথা আমাদের মাথায় আসে । তৈলাক্ত ত্বকের এই সমস্যা সবাই দূর করতে চাই ।  

এই সমস্যা দূর করতে আপনাদের সাথে সহজ ও ঘরোয়া উপায়ে তৈলাক্ত ত্বক ফর্সা ও আকর্ষনীয় করার ২টি উপায় শেয়ার করছি।

এই উপায় ২টি তৈলাক্ত ত্বকের তেলতেলে কালো ভাব দূর করে ত্বক ফর্সা করবে আর ব্রণ ও ব্রণের দাগ দূর করবে ।

চলুন উপায় ২ টি জেনে নিই।

সহজ ও ঘরোয়া উপায়ে তৈলাক্ত ত্বক ফর্সা ও আকর্ষনীয় করার উপায় -১

যে সকল উপকরণ লাগবে…

২ টেবিল চামচ চালের গুঁড়ো,

২ টেবিল চামচ এলোভেরা জেল,

৪ টেবিল চামচ টকদই, 

যেভাবে ব্যবহার করবেনঃ

এই তিনটি উপকরণ ভালোমতো করে মিক্স করে স্মোথ পেষ্ট তৈরি করে নিতে হবে।

এই পেষ্টটি মুখে লাগানোর আগে আপনার মুখ ভালোভাবে ধুয়ে একটু স্ট্রিমিং করে নিতে হবে। 

স্ট্রিমিং মানে হল গরম ভাপ নেওয়া। গরম পানিতে অন্ততপক্ষে ৫  মিনিট ভাব নিতে হবে, যাতে করে আপনার ত্বক অনেক বেশি সফট হয়ে যায়। এবং রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়।

ভাপ নেওয়া শেষ হলে আপনার তৈরীকৃত স্মোথ পেষ্ট মুখে লাগাতে হবে এবং ১০-১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

বন্ধুরা এই রেমেডি টি ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু শতভাগ ভাবে আপনি আপনার মুখের তৈলাক্তভাব দূর করতে পারবেন ও ত্বক ফর্সা করতে পারবেন ।

নোটঃ

এই রেমেড়িটি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারবেন ।

সহজ ও ঘরোয়া উপায়ে তৈলাক্ত ত্বক ফর্সা ও আকর্ষনীয় করার উপায় -২

যে সকল উপকরণ লাগবে…

২ টেবিল চামচ ভাতের মাড়,   

২ টেবিল চামচ ডাবের পানি,  

৩ টেবিল চামচ মুলতানি মাটি,   

১ চা চামচ লেবুর রস   ,

যেভাবে ব্যবহার করবেনঃ

এই চারটি উপকরণ একসাথে যোগ খুব ভাল করে মিশিয়ে নিন।

এরপর ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন ।

২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলেন

তাহলে বন্ধুরা তৈলাক্ত ত্বকের সমস্যা নিয়ে আর দুশ্চিন্তায় না ভোগে আমার দেওয়া আজকে উপায় গুলো নিয়মিত এপ্লাই করবেন এবং কার্যকারিতা কতটা সেটা আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন।