চুল পড়া বন্ধ করতে এবং চুলের যত্নে ডিমের অত্যন্ত কার্যকরী হেয়ারপ্যাক

ডিম অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর একটি খাবার। তবে ডিম আমরা শুধু খেয়ে থাকি তাই নয় ডিমের অনন্য গুরুত্বপূর্ণ  উপাদান সমূহের কারণে বহুকাল ধরেই রূপচর্চা এবং চুলের যত্নে ডিম ব্যবহৃত হয়ে আসছে। চুলের যত্নে মাসে অন্তত তিন থেকে চারবার চুলের প্রোটিন  ট্রিটমেন্ট করা জরুরী।

 ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের চুলের গোড়ায় শক্তি যোগায়, চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে। ডিমের সাদা অংশ আমাদের চুলকে ঘন কালো মসৃণ এবং উজ্জ্বল করতে সাহায্য করে। তবে এর জন্য দরকার ডিমের সঠিক ব্যবহার পদ্ধতি  এবং  চুলের যত্নে ডিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ হেয়ার প্যাক সম্পর্কে জানা। 

তাই আমাদের এই আলোচনাটি সাজিয়েছি  চুল পড়া বন্ধ করতে  চুলের যত্নে অত্যন্ত কার্যকরী কিছু ডিমের  হেয়ার প্যাক নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক চুল পড়া বন্ধ করতে এবং চুলের যত্নে ডিম এর কার্যকরী হেয়ার প্যাক সমূহ।

চুল পড়া বন্ধ করতে  এবং  চুলের যত্নে ডিমের অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক সমূহঃ

 ডিম কলা এবং দুধের হেয়ার প্যাকঃ

 প্রথমে একটি ডিম ফাটিয়ে নিয়ে তার সাথে একটি কলা ভালো ভাবে চটকে নিয়ে মিশ্রণ তৈরী করে নিন । মিশ্রন সমুহ পরিষ্কার পাত্রে নিয়ে 3 টেবিল চামচ কাঁচা দুধ  ১ টেবিল চামচ মধু এবং 3 টেবিল চামচ অলিভ অয়েল ভালো ভাবে গুলিয়ে তৈরি করে নিন ডিমের অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক টি।

 এরপর ডিমের হেয়ার প্যাক টি হেয়ার ব্রাশের সাহায্যে চুল এবং মাথার স্কাল্পে ভালভাবে লাগিয়ে নিন।

 দু’ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে মাথা এবং চুল ভালোভাবে ধুয়ে নিন।

 উপকারিতাঃ

  চুলের গোড়া মজবুত করে।

  চুলের গোড়ায় পুষ্টি যোগায়।

  মাথার স্ক্যাল্প দূষণমুক্ত রাখে।

  চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।

  চুল কে জলমেল ও মসৃণ করে তুলে।

ডিম অলিভ অয়েল এবং টক দইঃ

  চুলপড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে চুলের যত্নে এই হেয়ার প্যাকটি  অত্যন্ত কার্যকরী।

 একটি পরিষ্কার পাত্রে একটি ডিম ফাটিয়ে নিন।

  তাতে 2 টেবিল চামচ অলিভ অয়েল আধাকাপ টকদই এবং আধা কাপ মেয়োনিজ ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন ডিমের হেয়ার প্যাক টি।

  এবার পরিষ্কার মাথায় এবং চুলে ডিমের হেয়ার প্যাক টি এর সাহায্যে ঘষে ঘষে ভালভাবে লাগিয়ে নিন।

  এরপর তোয়ালে অথবা শাওয়ার ক্যাপ এর সাহায্যে চুল সমেত মাথা ভালোভাবে বেধে নিন।

  দু’ঘণ্টা পর প্রথমে পানি দিয়ে চুল পরিষ্কার করে ভেষজ শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

উপকারিতাঃ

 চুলকে গভীর থেকে শাইনি করে তুলে।

  মাথার ত্বক থেকে ময়লা এবং খুশকি সম্পূর্ণরূপে দূর করে ত্বক পরিষ্কার রাখে।

  অতিরিক্ত তৈলাক্ত মাথার  ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখে।

  চুল পড়া বন্ধ করতে ডিমের হেয়ার প্যাকটি অতন্ত কার্যকরী।

  ডিম, ক্যাস্টর অয়েল এবং লেবুঃ

দুটি ডিম ফাটিয়ে তাতে একটি পাত্রে নিয়ে তাতে 2 টেবিল চামচ ক্যাস্টর অয়েল আধা কাপ লেবুর রস এবং 3 টেবিল চামচ  টক দই ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন ডিমের অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক টি।

  পরিষ্কার চুল এবং মাথার ত্বকে ভালভাবে লাগিয়ে এক ঘন্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

  উপকারিতাঃ

  খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করতে ডিমের হেয়ার প্যাক টি অত্যন্ত কার্যকরী

  চুলকে ঝলমলে এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে

  চুলের গ্রন্থি সমূহ সতেজ এবং প্রাণবন্ত রাখতে সাহায্য করে

  ডিম এবং ল্যাভেন্ডার অয়েলঃ

 একটি পরিষ্কার পাত্রে একটি ডিম ফাটিয়ে নিয়ে তাতে এককাপ টক দই 3 টেবিল-চামচ নারকেল তেল এবং 1 চা-চামচ এসেনশিয়াল ল্যাভেন্ডার অয়েল ভালোভাবে গুলিয়ে তৈরি করে নিন চুলের যত্নে ডিমের অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক টি।

  এবার পরিষ্কার চুলে এবং মাথার ত্বকে হেয়ার প্যাক এর  মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে নিন।

  শাওয়ার ক্যাপ অথবা পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা ভালভাবে ঢেকে নিন।

  এক ঘন্টা পর প্রথমে পানি দিয়ে চুল ধুয়ে নিন  এবং তারপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।

উপকারিতা সমূহঃ

 খুশকি দূর করে চুলের  গোড়া মজবুত করে।

  চুল পড়া বন্ধ করে।

  চুলের আগা ফাটা রোধ করে।

  মলিন ভাব দূর করে চুলকে ঘন কালো ও উজ্জ্বল করে তোলে।

ডিম এবং পেঁয়াজের রসঃ

  প্রথমে একটি পরিষ্কার পাত্রে একটি ডিম ফেটিয়ে নিন তাতে এক কাপ পেঁয়াজের রস  2 চা চামচ অলিভ অয়েল এবং 1 চা চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন ডিমের হেয়ার প্যাকটি।

 পরিষ্কার মাথায় এবং চুলে ভালোভাবে মিশ্রণটি হেয়ার ব্রাশ এর সাহায্যে লাগিয়ে নিন।

 তিন থেকে পাঁচ মিনিট মাথার ত্বকে ঘষে ঘষে মিশ্রণটি ভালোভাবে লাগবেন।

 শাওয়ার ক্যাপ বা তোয়ালের সাহায্যে মাথা এবং চুল বেঁধে নিন।

 এভাবে দু’ঘণ্টা পর প্রথমে চুল পানি দিয়ে ধুয়ে নিন তারপর শ্যাম্পু করে নিন।

উপকারিতা সমূহঃ

  চুলপড়া শতভাগ বন্ধ করতে হেয়ার প্যাক টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।

  ফলে চুলের গোড়া মজবুত হয় চুল ঝরে পড়ে না।

  মাথার ত্বকের মৃত কোষ সমূহ সতেজ হয়ে উঠে।

  নতুন চুল গজাতে ডিমের এই হেয়ার বেটি অত্যন্ত কার্যকরী।

 মাথার ত্বকের ময়লা এবং ধুলাবালি পরিষ্কার করে।

 ডিম অ্যালোভেরা এবং কালোজিরার তেলঃ

  একটি পরিষ্কার পাত্রে একটি ডিম ফাটিয়ে নিয়ে আধাকাপ এলোভেরা জেল এবং আধা কাপ কালোজিরার তেল ভালোভাবে মিশিয়ে ড়িমের হেয়ার প্যাক তৈরী করে নিন।

  পরিষ্কার মাথার ত্বক এবং চুলের মিশ্রণটি ভালোভাবে হেয়ার ব্রাশ এর সাহায্যে লাগিয়ে নিন।

  মাথার ত্বকে মিশ্রণটি কিছু সময় ধরে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিন।

  শাওয়ার ক্যাপ এবং অথবা তোয়ালে এর মাধ্যমে চুল সমেথ মাথা বেঁধে নিয়ে দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করুন।

  এখন প্রথমে পানি দিয়ে চুল ধুয়ে নিন এবং তারপর শ্যাম্পু করে নিন।

উপকারিতাঃ

 চুলপড়া সম্পূর্ণরূপে বন্ধ করে।

 মাথার ত্বক থেকে ছত্রাক এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে।

 মাথার ত্বক এবং চুলকে সুস্থ রাখে।

  ত্বক এবং চুলের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখে।

 চুলকে ঘন কালো এবং মসৃণ করে তোলে।

বিশেষ দ্রষ্টব্যঃ

  ডিম অথবা ডিমের হেয়ার প্যাক এর ব্যবহৃত কোন উপাদান আপনার মাথার ত্বকের জন্য  এলার্জিক হলে সেটি ব্যবহার থেকে বিরত থাকুন।

 ডিমের কার্পেট ব্যবহার করে সূর্যের তাপে বা গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে  যাবেন না।

  ডিম এবং ডিমের হেয়ার প্যাক আমাদের চুল পড়া বন্ধ করতে চুলের স্বাস্থ্যের জন্য এবং মাথার ত্বকের যত্নে অত্যন্ত উপকারী একটি উপাদান। তাই সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ঘরে বসে ডিমের হেয়ার প্যাক তৈরি করে  নিজেই নিজের চুলে ব্যবহার করুন। হয়ে উঠুন চুল পড়া বন্ধ করে ঘন, কালো, মসৃণ এবং উজ্জ্বল চুলের অধিকারী।

ধন্যবাদ