টমেটোর সাহায্যে এই অসাধারণ ফেসপ্যাকটি খুব কম সময়ে বানিয়ে নিন

টমেটো

ন্নাবান্নার কাজে টমেটোর ব্যবহার আমরা প্রায় সবাই করে থাকি। তাছাড়া সালাত হিসেবে টমেটোর জুড়ি নেই। কিন্তু টমেটোর মধ্যে থাকা উপাদান গুলোর মাধ্যমে আমরা আমাদের রূপচর্চাকে একধাপ এগিয়ে নিতে পারে। হয়তো আমরা অনেকেই জানিনা টমেটো রুপচর্চায় অনেক কার্যকরী একটি উপাদান।

 আজকে আমি টমেটো একটি অসাধারণ ফেসপ্যাক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই ফেইস প্যাকটি অনেক কার্যকরী এবং তৈরি করতে অনেক সহজ আশা করি আপনারা সবাই এই ফেসপ্যাকটি ব্যবহার করে উপকৃত হবেন । 

টমেটো দিয়ে ফর্সা হওয়ার উপায়

টমেটোর ফেইসপ্যাক টি তৈরি করার নিয়ম

সবার প্রথমে একটি টমেটো নিয়ে সেটিকে ব্লেন্ড করে নিতে হবে  ।  

 ব্লেন্ড করা টমেটোর  পেস্ট  থেকে হাফ কাপ পরিমাণ টমেটোর পেস্ট একটি একটি বাটিতে নিতে হবে ।  

তারপর এর সাথে যোগ করতে হবে হাফ চামচ হলুদ  গুঁড়া।

 এরপর এর সাথে আরও অ্যাড করুন 3 চা চামচ মত কাঁচা তরল দুধ। 

সর্বশেষ এর সাথে এড করতে হবে 1 চা চামচ মত মসুর ডালের গুড়া ।  

এই ফেসপ্যাক টি ব্যবহার করার নিয়মাবলী

এই  ফেইসপ্যাক টি ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

 তারপর একটি ব্রাশের সাহায্যে আপনার মুখে এটি ভালভাবে লাগিয়ে নিন। 

যদি আপনাদের কাছে ব্রাশ না থাকে সে ক্ষেত্রে হাত ভালো করে পরিষ্কার করে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন। 

ফেসপ্যাকটি মুখে লাগানোর পর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে যাতে ফেসপ্যাকটি শুকিয়ে যায়। 

যখন ফেসপ্যাকটি শুকিয়ে যাবে তখন ঠান্ডা জল দিয়ে আপনার মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে ।  

ত্বকে টমেটোর উপকারিতা

প্যাকটি আপনার ত্বকের কাজ করার কারণ

 টমেটো 

টমেটো আমাদের ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বকের সব ধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ ,রোদেপুড়া দাগ ও পিগমেন্টেশনকে অনায়াসে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করবে যার কারণে ত্বকে  বয়সের ছাপ আসবে না, এবং ত্বক সবসময় কম বয়সী দেখাবে ।

টমেটো

 হলুদ  গুঁড়া 

হলুদের মধ্যে খুব powerfull অ্যান্টি- অক্সিডেন্ট আছে যার কাজ হল ত্বক হতে রোদে পুড়া কালো দাগ ,তামাটে ভাব ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলা।

টমেটো দিয়ে মুখ পরিষ্কার

 কাঁচা তরল দুধ

দুধের মধ্যে  ল্যাকটিক এসিড আছে যা আমাদের ত্বক থেকে ভিবিন্ন ধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ ,রোদেপুড়া দাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে।   

রূপচর্চায় টমেটোর ব্যবহার

নোট

এই প্যাকটি তৈরিতে যে টমেটোর ব্যবহার করবেন লক্ষ রাখতে হবে টমেটো কি যাতে ফরমালিনমুক্ত হয়।

 হলুদ  গুঁড়া  জায়গায়  কাঁচা হলুদ ব্যবহার করতে পারলে প্যাকটি আরো বেশি শক্তিশালী হবে।  

 তরল দুধ ব্যবহার করার সময় তাও খেয়াল রাখতে হবে দুধ যাতে খাঁটি হয়  ।