চুল পড়া বন্ধ করে চুলকে ঘন কালো ও মজবুত করতে এই রেমেড়ি অসাধারন হবে

চুল পড়া বন্ধ করে চুলকে ঘন কালো ও মজবুত করতে এই রেমেড়ি অসাধারন হবে

পেঁপেতে বিদ্যমান প্রচুর পুষ্টি উপাদান আমাদের চুলের আগা ফাটা রোধ করে। চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করবে। নতুন চুল গজাতে সাহায্য করে। সেইসাথে চুল আকর্ষণীয়, ঘন এবং ঝলমলে করে তুলে।

পেঁপের হেয়ার প্যাক তৈরির উপকরন সমুহঃ

পাকা পেঁপের ফেসপ্যাক

দুটি স্লাইস করে কেটে নেয়া পাকা পেঁপের পেস্ট।

২ টেবিল চামচ টক দই

১ টেবিল চামচ অলিভ অয়েল

ব্রণ-মুক্ত-ত্বক-পাবার-উপায়

১ চামচ মধু  

হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ

একটি পরিষ্কার পাত্রে প্রথমে টকদই এবং পেঁপের পেস্ট  ভালোভাবে গুলিয়ে মিশ্রণ তৈরী করে নিন।

মিশ্রণটির সাথে মধু এবং অলিভ অয়েল ভালো ভাবে মিশিয়ে তৈরি করে নিন পেঁপের অত্যন্ত কার্যকরী একটি হেয়ার প্যাক।

হেয়ার প্যাকটি ব্যবহারের প্রক্রিয়াঃ

চুলের যেই জায়গায় আগা ফাটা শুরু হয়েছে সেই জায়গা থেকে ভালোভাবে কেটে নিন।

চুল ঘন করার উপায়

এর প্যাকেট মিশ্রণটি সম্পূর্ণ চুলের চুলের গোড়ায় এবং মাথার স্কাল্পে ভালভাবে লাগিয়ে নিন।

চুলের গোড়ায় এবং চুলে হেয়ার প্যাক টি ভালোভাবে মালিশ করুন অন্তত 5 থেকে 7 মিনিট।

এরপর শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার কাপড় দিয়ে চুল সমেত মাথা বেঁধে নিন।

১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।

তারপর প্রথমে ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিন এবং সবশেষে শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে পরিষ্কার করে নিন।

চুল কালো করার উপায় (2)

হেয়ার প্যাক টি ব্যবহারে দ্রুত সময়ে আপনার চুলের আগা ফাটা সম্পূর্ণরূপে বন্ধ হবে। চুল হয়ে উঠবে ঘন, কালো, উজ্জ্বল, দীর্ঘ এবং ঝলমলে।

বিঃদ্রঃ

হেয়ার প্যাক লাগিয়ে রোদে, গরমে স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

চুল কালার করালে হেয়ার প্যাক ব্যবহার করবেন না।

ডিমের হেয়ার প্যাক

হেয়ার প্যাক ব্যবহার করার পর দ্রুত চুল শুকিয়ে নেবেন।