মাত্র ২ দিনে চুলকে খুশকি মুক্ত রাখার সব থেকে সেরা উপায়

চুল খুশকি মুক্ত রাখার উপায়

খুশকি যুবক, বৃদ্ধ, নারী,পুরুষ সকল বয়সের মানুষের জন্য অত্যন্ত অপ্রত্যাশিত একটি বিষয়। এই খুশকির জন্য আমাদের চুলের স্বাভাবিক সৌন্দর্য সম্পূর্ণরূপে বিকৃত হয়ে যায়।

এমনকি এই খুশকির জন্য আমাদের অনেকেই বিভিন্ন বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়েছেন।

চুলের খুশকি দূর করার উপায়

এমন অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত শ্যাম্পু এবং রেমিডি ব্যবহার করেও খুশকি দূর করতে পারছেন না ।

তাদের জন্য সম্পূর্ণরূপে খুশকি দূর করার একটি প্রাকৃতিক উপাদান হচ্ছে মেথি। মেথি প্রাকৃতিক ভাবে খুশকি দূর করতে পারদর্শী ।

তাই আজকে আপনাদের মেথির হেয়ার প্যাক শেয়ার করছি যা খুশকিকে চিরতরে দূর করে দিবে ।

লেবু , আমলকি পাউডার এবং মেথির হেয়ার প্যাকঃ

আমলকি এবং লেবুতে বিদ্যমান ভিটামিন-সি আমাদের মাথার স্কাল্প সম্পূর্ণরূপে পরিষ্কার করে খুশকি এবং ছত্রাকের সংক্রমণ মুক্ত রাখে।

তাই মেথি আমলকি এবং লেবুর হেয়ার প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার মাথার ত্বকের খুশকি সম্পূর্ণরূপে দূর হবে।

এছাড়াও ঘন, কালো, উজ্জ্বল, শাইনি চুলের জন্য হেয়ার প্যাকটি খুবই উপকারী।

যা যা লাগবেঃ

চুল খুশকি মুক্ত রাখার উপায় (2)

২ টেবিল চামচ মেথির পেষ্ট

২ টেবিল চামচ আমলকি পাউডার।

শরীরের ওজন কমাতে লেবুর উপকারিতা

২ টেবিল চামচ লেবুর রস।

হেয়ার প্যাক তৈরির পদ্ধতিঃ

সবগুলো উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে মেথির হেয়ার প্যাক তৈরি করে নিন।

খুশকি দূর করতে হেয়ার প্যাকটি চুলে ব্যবহারের পদ্ধতিঃ

পরিষ্কার মাথার ত্বকে হেয়ার ব্রাশ এর সাহায্যে হেয়ার প্যাকটি সম্পূর্ণ মাথার স্কাল্পে এবং চুলে ভালভাবে লাগিয়ে নিন।

এরপর চিরুনি দিয়ে চুল ভালভাবে আঁচড়ে নিন।

চুল পড়া বন্ধ করার হেয়ার প্যাক

এবার কুসুম গরম জলে তোয়ালে ভিজিয়ে মুছড়ে পানি ফেলে দিয়ে তোয়ালে দিয়ে চুল সমেত মাথা ভালোভাবে বেধে নিন।

এরপর ১৫ মিনিট সময় দিন।

এরপর তোয়ালে খুলে নিয়ে প্রথমে পরিষ্কার জলে চুল এবং মাথা ধুয়ে নিন।

চুল ঘন কালো করার উপায়,

সবশেষে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

বিঃদ্রঃ

১। মেথি প্রথমে ৬/৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পেষ্ট তৈরি করতে হবে ।

২। মেথির হেয়ার প্যাক ব্যবহারের ফলে আপনার মাথার স্কাল্পে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ব্যবহার বন্ধ করুন।

৩। হেয়ার প্যাক ব্যবহারের পর চুল শ্যাম্পু করে নিয়ে দ্রুত চুল শুকিয়ে নিবেন।

৪। মেথির হেয়ার প্যাক চুলে লাগিয়ে গরম এবং ধুলাবালি যুক্ত স্থান পরিত্যাগ করুন।

৫। মাথার ত্বকে ময়লা জমতে দিবেন না। নিয়মিত চুল আঁচড়াবেন।

৬। দ্রুত সময়ে সম্পূর্ণরূপে খুশকি দূর করতে সপ্তাহে অন্তত দুইবার হেয়ার প্যাক ব্যবহার করুন।