চাল ধোয়া পানি দিয়ে চুল পড়া বন্ধ ও চুলের যত্ন

আমরা মাছে ভাতে বাঙালি বলে আমাদের প্রধান খাদ্য ভাত। ভাত রান্নার জন্য আমরা চাল ব্যবহার করে থাকি । চাল পরিস্কার করার জন্য চালকে ধোয়ে নিতে হয়। চাল ধোয়া এই পানি আমরা সবাই ফেলে দিই। আমরা অনেকে জানিনা এই চাল ধোয়া পানি দিয়ে চুল পড়া বন্ধ ও চুলের যত্ন নেওয়া সম্ভব। 

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধু মাত্র  চাল ধোয়া পানি দিয়ে কিভাবে চুলের যত্ন নিবেন । এটি  খুব সহজ একটি রেমেডি। তবে এটা খুবই কার্যকরী ।

আসলে একটি মাত্র উপাদান দিয়ে কিভাবে চুলের যত্ন নিতে পারেন সেটা নিয়ে নিশ্চয়ই সন্দেহ আছে?

চলুন সন্দেহ দূর করার জন্য জেনে নিই কিভাবে একটি উপাদান দিয়ে চুলের যত্ন নিয়ে চুল পড়া বন্ধ করা যায় ।  

চাল ধোয়া পানি দিয়ে চুল পড়া বন্ধ ও চুলের যত্ন করার পদ্ধতিঃ

প্রয়োজনীয় উপাদানঃ

 চাল – এক কাপ

পানি – পরিমাণমতো 

ব্যবহারের পদ্ধতিঃ  

একটি পরিষ্কার বাটির মধ্যে চাল নিয়ে প্রথমে শুধু একবার পানি দিয়ে আমরা চালগুলো পরিষ্কার করে নিব।  

শুধুমাত্র একবার চাল গুলো পানি দিয়ে ধুয়ে নিবেন । বন্ধুরা চাল ধোয়া পানি ফেলে দেওয়ার পর আমরা ১০০ মিলিলিটার পানি দিয়ে চালগুলো 30 মিনিট ভিজিয়ে রাখব।

বন্ধুরা, চালগুলো 30 মিনিট পানিতে ভেজানোর পর আমরা চাল গুলো ভালোভাবে নিংড়িয়ে সাদা পানি বের করে নিয়ে আসবো যাতে চালের প্রত্যেকটি উপাদান বের হয়ে আসে।

চাল গুলো ভালোভাবে নিংড়ানোর পর আমরা পানিগুলো অন্য একটি বার্টির মধ্যে ঢেলে নিব। এরপর একটি স্প্রে বোতল নিয়ে পানেলের সাহায্যে চাল ধোয়া পানি স্প্রে বোতলে নিয়ে নিব। 

এবার চাল ধোয়া পানি চুলে ব্যবহার করার জন্য তৈরি হয়ে গেছে।

এবার এই চাল ধোয়া পানি স্কাল্পে অর্থাৎ মাথার তালু ও চুলের মধ্যে স্প্রে করুন।

এই পানি স্প্রে করার ২০ মিনিট পর চুল স্যাম্পু করে ধুয়ে নিবেন । 

নোটঃ

১। চাল গুলো ধোয়ার পর মাত্র একবারই চালের ময়লা পানি গুলো ফেলে দিবেন এটি দু-তিনবার ধোবেন না । কেননা এর মূল কাজ হচ্ছে চালের পানিতে । যদি দু-তিনবার ধোয়ে দিয়ে পানি ফেলে দেন তাহলে এর কার্যকারিতা চলে যাবে 

২। এক কাপ চাল ১০০ মিলিলিটার পানি দিয়ে ধোয়ে ঐ পানি নিলে বেশি কার্যকর হবে।