ফর্সা আকর্ষণীয় ত্বক পেতে চালের গুঁড়ার ভিন্ন রকম ফেইসপ্যাক

ফর্সা আকর্ষণীয় ত্বক পেতে চালের গুঁড়ার ভিন্ন রকম ফেইসপ্যাক

প্রাক প্রকৃতি থেকে সংগ্রহ করা দারুণ সব উপকরণ দিয়ে তৈরি করা আজকের ফেইসপ্যাক গুলো আমাদের ত্বকের যত্নে অসম্ভব রকমের কার্যকরী ভূমিকা রাখে। এ ফেইসপ্যাক গুলোতে প্রধান উপাদান হিসেবে থাকবে চালের গুঁড়ো। তার পাশাপাশি অন্য সকল উপাদান থাকবে যে সকল উপাদান এর মিশ্রণে আমাদের আজকের প্যাকগুলো হয়ে উঠবে আপনাদের জন্য অনন্য সাধারণ।

তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক সেই সকল প্যাক গুলো কি কি এবং কোন প্যাক আমাদের কি কাজে লাগবে এবং কিভাবে এসব প্যাক আপনারা তৈরি করে ব্যবহার করবেন।

১। চালের গুড়ার সাথে মধু ও গাজরের ফেইসপ্যাকঃ

 এ প্যাকটি তৈরি করতে আপনার যা লাগবে……

 ১ কাপ চালের গুঁড়ো।

 ২ টেবিল চামচ মধু।  

৪ টেবিল চামচ গাজরের রস  

 ১টি পাকা কলা

কিভাবে বানাবেনঃ

একটি বাটিতে উপকরণ গুলো ভালোমতো নিয়ে মিক্স করে এই প্যাকটি আমাদের মুখে ব্যবহার করতে হবে।

বন্ধুরা একটি আমাদের মুখে আমরা সপ্তাহে কমপক্ষে তিনবার ব্যবহার করতে পারি।

উপকারীতাঃ

এই প্যাকটি ব্যবহার করলে আমাদের চেহারা অনেক বেশি উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল দেখাবে।  

মধুতে যে উপাদান রয়েছে তা আমাদের ত্বকের মৃত কোষ গুলো সারিয়ে তুলতে সহায়তা করে। এবং মধু আমাদের ভিতরে গিয়ে আমাদের ত্বকের যে কোষ রয়েছে তাকে প্রাণবন্ত করে।

 সেই প্রাচীনকাল থেকে চালের গুঁড়ো বা ছাল ধোয়া পানি আমাদের মুখের যত্নে, ত্বকের যত্নে অনন্যভাবে কাজ করে।

২। চালের গুড়ার সাথে এলোভেরা, আঙ্গুর ও টক দই এর মিশ্রনঃ

এই প্যাকটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ হাতের কাছেই লাগবে………

২ টেবিল চামচ চালের গুঁড়া।

 ১ টেবিল-চামচ এলোভেরা।

 ১ টেবিল-চামচ আঙ্গুরের পেস্ট।

 ২ টেবিল চামচ টক দই।

ব্যবহারবিধিঃ

বন্ধুরা এই সকল উপকরণ গুলো যেভাবে আমাদের ব্যবহার করতে হবে প্রথমে একটি বাটিতে প্রত্যেকটি উপকরণ ব্লেন্ডার করে আমাদের নিতে হবে।এরপর এই প্যাক টি ধীরে ধীরে আমাদের মুখের চারপাশে লাগাতে হবে। 

১৫-২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সাথে সাথে আপনি একটি মসৃণ ত্বক উপভোগ করতে পারবেন।

উপকারীতাঃ

এটির ব্যবহারে ত্বক উজ্জ্বলতা ফিরে পাবে।

আঙ্গুরের পেস্ট ত্বকের ক্ষতিকর প্রভাব দুর করে ।

এটি মুখ থেকে অয়েলী ভাব দুর করতে সাহায্য করে ।

৩। কালোদাগ দুর করতে চালের গুড়ার সাথে চিনি ও হলুদের গুড়া ও গোলাপ জলের মিশ্রনঃ

প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ আপনার থাকা লাগবে……

১ কাপ চালের গুড়া।

২ টেবিল চামচ গোলাপজল।

 ১ চা চামচ হলুদ গুঁড়ো। 

এটি যেভাবে তৈরি করা লাগবেঃ

একটি বাটিতে প্রতিটি উপকরণ এক এক করে নিবেন। যেখানে অন্যান্য উপকরণের চেয়ে গোলাপজলের উপকরণের পরিমাণ খুবই কম হবে। এর পরে আপনি উপকরণগুলোর একটি মিশ্রণ তৈরী করে ফেলবেন। উপকরণ খুব বেশি পাতলা হবে না কারণ এটি আপনি যেহেতু দাগ দুর করার কাজে ব্যবহার করবেন বা বিভিন্ন ধরনের দাগ দূর করার কাজে ব্যবহার করবেন তাই এতে গোলাপ জল খুব কম ব্যবহার করবেন।

এর পরে আপনি এই প্যাকটি আপনার মুখে আলতো আলতো করে ম্যাসাজ করবেন। ৫ মিনিটের জন্য এটি মুখে রেখে দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। বন্ধুরা কি ধরনের পরিবর্তন হয়েছে সেটা আপনারা নিজেরা উপভোগ করতে পারবেন।

উপকারীতাঃ

এই উপকরণটি আপনি প্রতিদিন ব্যবহার করলে আপনার ত্বকের অবাঞ্ছিত দাগ দুর করতে পারবেন।

 হলুদ গুড়া মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কাজ করে। 

খুবই কার্যকরী কিছু প্যাক যে গুলো চালের গুড়ার সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে বানানো হয়,আপনারা যদি এই ফেইসপ্যাক গুলো ব্যবহার করেন আশা করি আপনাদের ত্বক দাগহীন এবং মসৃণ ও সুন্দর দেখাবে। নিয়মিত ব্যবহার করলে আপনার কোন পার্লারে যাওয়া লাগবে না। কোন ফেসিয়াল করা ও লাগবে না।