ত্বককে ফর্সা করতে গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাক

গোলাপের মত সুন্দর ত্বক আমাদের সবার সুপ্ত মনোবাসনা । নিজেরদের ত্বককে সুন্দর ফর্সা করার জন্য বাজারের প্রোডাক্ট ব্যবহার করলে এর সাইড-ইফেক্ট থাকায় অনেকে ত্বকে বাজারের প্রোডাক্ট ব্যবহার করতে ভয় পাই । 

তবে এক্ষেত্রে ঘরোয়া রেমেড়ি ব্যবহার করলে নিশ্চিত থাকা যায় । 

ঘরোয়া রেমেড়ি ব্যবহারে কোন সাইড-ইফেক্ট না থাকায় ত্বকের যত্ন নিয়ে ত্বককে ফর্সা করতে আজ আমি আপনাদের গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাক শেয়ার করছি , যেটি নিয়মিত ব্যবহার করলে কোন সাইড-ইফেক্ট ছাড়াই ত্বকের রং ধীরে ধীরে গোলাপি হয়ে ওঠবে । 

চলুন গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাকটি তৈরি ও ব্যবহার পদ্ধতি দেখে নিই।  

গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাকটি তৈরির উপকরণঃ 

৩ চামচ গোলাপের পাপড়ি গুড়া 

২ চামচ কলার পেষ্ট

১ চামচ এলোভেরা ও

১ টি ভিটামিন ই

গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাকটি তৈরির ও ব্যবহারের ধাপঃ 

১. প্রথমে একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।

২.ব্রাশের সাহায্যে প্যাকটি সারা মুখে লাগান । 

৩. প্যাকটি লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন ।

৪. এরপর পরিস্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

নোটঃ

১। ঠোঁট ও চোখে লাগাবেন না। 

২। এই ফেসপ্যাকটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন । 

ত্বককে ফ্রেশ , সুন্দর করতে এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহার করুন ।