মাত্র 3 দিনে সারাবছর ঠোঁটকে গোলাপি রাখার উপায়। কালো ঠোঁট গোলাপি

ঠোঁটের কালো দাগ দূর করতে চমৎকার সব উপায় আজকে আপনাদের সাথে আলোচনা করবো। তার আগে বন্ধুরা আমাদের জানতে হবে ঠোঁট কালো হবার কারণ গুলো কি কি???? আমরা সবাই চায় ঠোঁট অনেক সুন্দর উজ্জ্বল গোলাপী কালার দেখার। কিন্তু বিভিন্ন কারণে আমাদের ঠোঁট কালো হয়ে যায়।

তাই আমাদের জানতে হবে কেন আমাদের ঠোঁট কালো হয়ে যায়, এরপরে আমরা আমাদের ঠোঁট গোলাপি কিভাবে করব সেই সকল উপায়ে সম্পর্কে আপনাদের বলে দিব।

ঠোঁট কালো হবার কয়েকটি কারণঃ

 সস্তা  বা পুরোনো দিনের লিপিস্টিক, প্রসাধনী যদি ঠোঁটের উপর ব্যবহার করি তাহলে ঠোঁট কালো হয়ে যাবে।

ধূমপান ও মাদক দ্রব্য কে না বলতে হবে। অর্থাৎ ধূমপান ও মাদক দ্রব্য সেবন এর মধ্য দিয়ে আমাদের ঠোঁটে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে ঠোঁট কালো হয়ে যায়।

সরাসরি রোদে বের হলে রোধের আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি আমাদের ঠোটে এসে পড়ে এতে করে আমাদের ঠোঁটের ত্বক পুড়ে যায় ও কালো দেখায়।

জেনেটিক বা জিনগত কারণ।

বাবা-মায়ের বৈশিষ্ট্যের কারণে আমাদের ঠোঁট কালো হতে পারে।  

ঠোঁটে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহারের পরে না ধুয়ে বা পরিষ্কার না করে ঘুমিয়ে গেলে আমাদের ঠোঁট কালো হয়ে যেতে পারে।

এখন আপনারা যদি আপনাদের ঠোট কে উজ্জ্বল গোলাপী বর্ণের করে তুলতে চান তাহলে উপরের যতসব বদ অভ্যাস বা খারাপ অভ্যাস আছে তার দূর করতে হবে।

সারাবছর ঠোঁটকে গোলাপী রাখার উপায়ঃ 

আপনারা নিত্যদিন আপনাদের দাঁতকে যেভাবে ব্রাশ করেন, ব্রাশ করার সময় সামান্য পরিমাণ পেস্ট আপনার দুই ঠোটের উপর লাগিয়ে রাখবেন। তারপরে হালকা একটু পানি দিয়ে ঠোট দুটি ধুয়ে  নিবেন।

৩-৫মিনিট সময় মত আপনার দুই ঠোঁটে পেস্ট লাগিয়ে রাখুন এরপর ব্রাশ দিয়ে আলতোভাবে ব্রাশ করে ফেলুন এরপর একটি ভালো মানের অলিভওয়েল আপনার দু ঠোটে লাগিয়ে নিন। অথবা অলিভ অয়েল হাতের কাছে না থাকলে ক্যাস্টর অয়েল লাগিয়ে নিতে পারেন।

বন্ধুরা এই উপকরণ কিন্তু চমৎকার ভাবে কাজ দেয় । এই উপকরণগুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনার ঠোঁটকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন।

ঠোঁটের যত্নে পাকা টমেটো ও টুথপেস্টঃ 

এখন যে টিপস আপনাদের সাথে শেয়ার করব এই টিপসটি ব্যবহার করতে হলে আপনাকে যে সকল উপকরণ হাতের কাছে রাখতে হবে…………

১টি পাকা টমেটো।

টুথপেস্ট।

একটি পাকা টমেটো কেটে টুকরো করে নিবেন। টুকরো উপর আপনার ঠোঁটের উপর ম্যাসাজ করবেন। পাঁচ মিনিট সময় নিয়ে মাসাজ করে আপনার ঠোটে যত ধরনের ডেথ সেল বা মৃত কোষ রয়েছে তা উঠে যাবে।  এরপরে আপনি একটু করে সাদা রঙের টুথপেস্ট আপনার দুই ঠোঁটে লাগিয়ে নিবেন ।

তার পরে ৫ মিনিট সময় ধরে ব্রাশ দিয়ে আলতো আলতো ভাবে ম্যাসাজ করে নিবেন।

এর পরে ভালো মানের একটি ক্রিম লাগিয়ে নিবেন।

ঠোঁটের যত্নে এলোভেরা ও মধুঃ 

এলোভেরা ও মধু উপকরণ গুলো ভালো মতো মিশিয়ে রাতে ঘুমানোর আগে ঠোঁট দুটিতে লাগিয়ে রাখবে ১৫ মিনিট মতো।

 লাগানোর পর ঠোঁট ধুয়ে ফেলবেন। এরপর একটি ভালো মানের জেল ঠোঁটে লাগিয়ে নিবেন।    

বন্ধুরা সকালে উঠে দেখবেন ঠোঁটে চমৎকার একটি পরিবর্তন হয়েছে।

সারা বছর ঠোঁটের যত্নে ক্যাস্টর অয়েল ও আলুর রসঃ

এই টিপসটি ব্যবহার করতে যে সকল উপকরণ আপনার লাগবে………

১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল।

১ চা চামচ শশার রস।

১ চা চামচ আলুর রস।  

সবগুলো উপকরণ মিক্স করে একটি তুলার বলে মিশ্রণটি ভালো মত লাগিয়ে নিব। এরপরে তোলার বল গুলো আস্তে আস্তে করে ঠোটে ধরে ধরে লাগিয়ে নিবেন। বন্ধুরা এমন ভাবে লাগাবে যাতে করে মিশ্রণটি বাইরে পড়ে না যায়।

এভাবে আপনাকে ২০-২৫ মিনিট এই মিশ্রণটি ঠোঁটের উপর এপ্লাই করতে হবে। এর পরে আপনাকে ধুয়ে ফেলতে হবে। একটি ভালো মানের জেল অথবা ক্রিম দিয়ে রাতে ঘুমিয়ে নিতে হবে।  

উপরে যে সকল উপকরণ গুলো আপনাদের সাথে শেয়ার করলাম বা টিপস গুলো শেয়ার করলাম এই টিপসগুলো অনুসরণ করলে খুব সহজে আপনার ঠোটের কালো দাগ দূর করে ঠোঁটকে সারাবছর সুন্দর গোলাপী রঙের করে তুলতে পারবেন।