খুশকি দূর করার হেয়ার প্যাক মাত্র একবার ব্যবহারে চুল থেকে খুশকি দূর হবে

খুশকি দূর করার হেয়ার প্যাক মাত্র

বন্ধুরা, অতীতের চেয়ে বর্তমানে আমরা সৌন্দর্য নিয়ে যথেষ্ট সচেতন। আর ওনেকে চুলের যত্ন নিতে আরো বেশি সচেতন। সেটা পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।

আর চুলের সৌন্দর্যে কেউ কিন্তু কোনভাবে কম্প্রোমাইজ করতে রাজি নয়। কিন্তু খুশকির মত একটি মারাত্মক সমস্যা আমাদের চুলের সৌন্দর্যে ব্যাঘাত ঘটায়।

আজ আপনাদের খুশকি দূর করার হেয়ার প্যাক শেয়ার করব যা মাত্র একবার ব্যবহারে চুল থেকে খুশকি দূর হবে ।  

তবে তার আগে জেনে নিব

চুলে খুশকি কেন হয়?

চুলে খুশকি হওয়ার অন্যতম কারণ হল…

চুলকে-সুপার-সিলকি-করার-উপায়

১। তেল দিয়ে অনেকদিন মাথা পরিষ্কার না করার কারণে,

২। একজনের চিরুনি অন্যজন ব্যবহার করার কারণে,

৩। এলার্জির কারণে,

৪। নিয়মিত চুলের যত্ন না করার কারণে  

যে কারণেই হোক না কেন খুশকি যেহেতু আমাদের চুলের সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে এর প্রতিকারমূলক ব্যবস্থা তো অবশ্যই দরকার।  

শীতকালে চুলের যত্ন

তাই আমি আপনাদের জন্য ব্যতিক্রমধর্মী কিন্তু শতভাগ কার্যকরী কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি, যে টিপস গুলো মাত্র একবার ব্যবহারের মধ্য দিয়ে চুল থেকে খুশকির মতো সমস্যা খুব সহজে দূর করা সম্ভব হবে।

খুশকি দূর করার মেথি, ড্রাগন ফল এবং এলোভেরা জেলের হেয়ার প্যাকঃ

উপকরণের পরিমাণঃ

মেথির পেষ্ট – ২ চামচ

ড্রাগন ফলের পেষ্ট – ২ চামচ

ত্বকের যত্নে এলোভেরা সম্পূর্ন পার্শপ্রতিক্রিয়াহীন,

এলোভেরা জেল – ২ চামচ

তৈরি ও ব্যবহারঃ

প্রথমে একটি বাটিতে দুই চামচ মেথির গুঁড়া নিয়ে এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে এটিকে ২অ মিনিট ভিজিয়ে রেখে মেথির পেস্ট তৈরি করে নিতে হবে ।

এরপর চুলের খুশকি দূর করতে এই তিনটি উপকরণ একসাথে মিক্স করে একটি হেয়ার প্যাক তৈরি করে ফেলুন।   

এই হেয়ার প্যাক অবশ্যই আপনাকে গোসলের আগে মাথায় লাগাতে হবে।

এটি মাথায় লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন । 

চুল ঘন কালো করার উপায়,

এরপর ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

এই হেয়ার প্যাক টি একবার ব্যবহারের মধ্য দিয়ে আপনার মাথার খুশকি সমস্যা একেবারে চলে যাবে আর চুল হবে ঘন কালো উজ্জ্বল।

খুশকি দূর করার বিকল্প পদ্ধতিঃ

খুশকি দূর করতে লেবুর রসঃ

অনেকক্ষণ সময় দিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করার জন্য আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় না থাকে তাহলে আপনারা বিকল্প পদ্ধতিতে খুব অল্প সময়ে খুশকি দূর করতে পারবেন ।

চুলের-জন্য-লেবুর-উপকারিতা

খুব অল্প সময়ে খুশকি দূর করতে লেবুর রস আরও বেশি কার্যকরী। কোন উপকরণ ব্যবহার না করে শুধু লেবুর রসের মাধ্যমেও চুল থেকে খুশকি দূর করা সম্ভব।

ব্যবহারঃ

এক্ষেত্রে সমপরিমাণ নারকেল তেল এবং লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে মাথার স্কাল্পের মধ্যে খুব ভালভাবে মাসাজ করে করে লাগিয়ে নিতে হবে

ম্যাসাজ

এটি লাগানোর পর আরও পাঁচ মিনিট মতো মাথার ত্বক ম্যাসাজ করতে হবে।

এরপর ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারবেন ।

লেবুর রস ব্যবহারে চুল থেকে খুশকি দূর করে চুল অনেক সুন্দর এবং সিল্কি করা সম্ভব।  

চুল হতে খুশকি দূর করার জন্য আপনারা যে কোন একটি পদ্ধতি ব্যবহার করতে পারবেন । যে পদ্ধতি আপনারা ব্যবহার করুন না কেন আপনারা খুব ভাল ফলাফল পাবেন ।