চুলের আগা ফাটা ও খুশকি দূর করতে অ্যালোভেরা এবং কলার হেয়ার প্যাক

চুলের আগা ফাটা ও খুশকি দূর করতে অ্যালোভেরা এবং কলার হেয়ার প্যাক

আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুশকি দূর করার অত্যান্ত কার্যকর অ্যালোভেরা এবং কলার হেয়ার প্যাক ।

অ্যালোভেরা এবং কলার এই হেয়ার প্যাকটি চুলের আগা ফাটা রোধ করে খুশকি দূর করার পাশাপাশি চুলকে ঘন-কালো,মজবুত এবং ঝলমলে করে তুলতে অত্যন্ত কার্যকরী।

চলুন চুলের খুশকি দূর করার হেয়ার প্যাকটি তৈরির ও ব্যবহারের নিয়ম জেনে নিই ।

অ্যালোভেরা এবং কলার হেয়ার প্যাকঃ

যা যা লাগবেঃ

চুল পড়া বন্ধ করার হেয়ার প্যাক

আধা কাপ অ্যালোভেরার জেল।

একটি পাকা কলার পেস্ট।

২টেবিল চামচ নারকেল তেল ও

৩ টি ভিটামিন ই

হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ

একটি পরিষ্কার পাত্রে সবগুলো উপকরণ পরিমাণ মতো নিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তাহলেই এলোভেরা হেয়ার প্যাক টি ব্যবহার উপযোগী হবে।

হেয়ার প্যাকটি চুলে ব্যবহারের নিয়মঃ

চুলের যে অংশ থেকে আগা ফাটা শুরু হয়েছে তা প্রথমেই কেটে নিন।

সম্পূর্ণ চলে চুলের গোড়ায় মাথার স্কাল্পে হেয়ার ব্রাশ এর সাহায্যে হেয়ার প্যাক টি ভালভাবে লাগিয়ে নিন।

এরপর শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা বেধে নিন।

২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।

শীতকালে চুলের যত্ন

তারপর প্রথমে ঠান্ডা পরিষ্কার জলে চুল ধুয়ে নিয়ে ভার্জিন শ্যাম্পু  (ভার্জিন শ্যাম্পু না থাকলে ব্যবহারের শ্যাম্পু ) দিয়ে মাথা ভালোভাবে পরিষ্কার করে নিন।

এই হেয়ার প্যাকটি নিয়মিত ব্যবহারে চুলের আগা ফাটা দ্রুত সময়ে রোধ করবে এবং খুশকি চিরতরে বিদায় করবে।

বিঃদ্রঃ

মাথায় কোন এলার্জি থাকাকালীন সময়ে হেয়ার প্যাক ব্যবহার করবেন না।

চুল কালার করালে হেয়ার প্যাক ব্যবহার করা থেকে বিরত থাকুন।

হেয়ার প্যাক চুলে লাগিয়ে গরম স্থানে বা ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

হেয়ার প্যাক লাগানোর পর চুল ভেজা রাখবেন না দ্রুত চুল শুকিয়ে নেবেন।

ভাল ফলাফল পেতে এই হেয়ার প্যাক সপ্তাহে ২ বার ব্যবহার করুন ।

খাঁটি মধু চেনার উপায়

উপরে উল্লেখিত সঠিক পদ্ধতি অনুসরণ করে দ্রুত সময়ে চুলের আগা ফাটা রোধ করুন এবং খুশকিমুক্ত চুল লাভ করুন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে অ্যালোভেরার হেয়ার প্যাক ব্যবহার করে ঘন, কালো, উজ্জ্বল  এবং ঝলমলে চুলের অধিকারী হন।