৫ মিনিট এটি ব্যাবহার করুন,কালো দাগ,ছোপ ও ব্রনের দাগ বাতাসের আগে দূর

ফেসপ্যাক

আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেইসপ্যাক শেয়ার করব যেটি মাত্র ২ থকে ৩ বার ব্যবহারে আপনি আপনার ত্বক হতে  সকল ধরণের কালোদাগগুলোকে দূর করে ত্বককে ফর্সা করতে পারবেন। এই ফেইসপ্যাকটি ত্বক থেকে কালোভাব দূর করে ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দিবে এবং ত্বককে করে তুলবে নরম ,কোমল, মসৃণ ও  দীপ্তময়।

এছাড়াও এই ফেইসপ্যাকটির ব্যবহারে ত্বক হতে বয়সের ছাপ দূর হয়ে ত্বক হয়ে উঠবে টানটান আর গ্লোয়িং। আপনারা যদি নিজেদের ত্বককে ফর্সা ও চকচকে গ্লোয়িং বানাতে চান তবে আজ থেকে এই ফেইসপ্যাকটিকে বাড়িতে বানিয়ে ব্যবহার করা শুরু করে দিন।  

বন্ধুরা , চলুন দেখে নেয়া যাক কিভাবে এটিকে বানাতে হবে।      

গোলাপ জলের-উপকারিতা
  • এর জন্য আমাদের দরকার ২ চামচ গোলাপজল ।

আপনাদের চেহারায় যদি বলিরেখা, কালোদাগ ,মেছতা , বয়সের ছাপ থাকে, তাহলে গোলাপজল তা খুব সহজে দূর করে দিবে।

  • এখন এর মধ্যে এক চিমটি জাফরান দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখব যেন জাফরানের রং গোলাপজলের সাথে ভাল করে মিশে যায়……।

এবার এর সাথে এড করব

  • ১ চামচ মুলতানি মাটি
  • ও ১ টি ভিটামিন ই ।যাদের ত্বক অয়েলি তারা ভিটামিন ই এর পরিবর্তে ১ চামচ লেবুর রস ব্যবহার করবেন ।

এখন এদেরকে ভাল করে মিশিয়ে নিব……।

ত্বক ফর্সা করার ফেসপ্যাক

সব উপাদান মিশে স্মুথ পেষ্ট তৈরী হয়ে এলে এটিকে ব্রাশের সাহায্যে ত্বকে এপ্লাই করে নিন  ।

ত্বক ফর্সা করার উপায়

জাফরানের মধ্যে ভরপুর মাত্রায় ত্বককে ফর্সা করার গুণাগুণ পাওয়া যায়। জাফরান ত্বককে ফর্সা করে দিনের পর দিন ত্বকের তারুণ্য উজ্জ্বলতা ধরে রাখার জন্য কাজ করে। জাফরানের ব্যবহার ত্বকের মধ্যে একটি গোল্ডেন চকচকে ভাব নিয়ে আসবে।  

প্যাকটি মুখে লাগিয়ে পুরোপুরি শুকিয়ে নিন।

যখন প্যাকটি পুরোপুরি শুকিয়ে যাবে তখন  মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন…।