কফি ও মুলতানি মাটির কার্যকরী ফেসপ্যাক বানানোর নিয়ম

বন্ধুরা, সামনে যদি কোন অনুষ্ঠান থাকে তাহলে আমাদের ত্বককে কিভাবে ফর্সা করা যায়? এই বিষয় নিয়ে আমরা সবাই খুবই ব্যস্ত হয়ে পড়ি, আর তখনি আমরা খুব সমস্যায় পড়ে যায় হাতের কাছে থাকা কোন কোন জিনিস দিয়ে তাতক্ষণিক ত্বককে ফ্রেস, ক্লিন ও ফর্সা  করা যাবে এটা নিয়ে ভাবতে ভাবতে। 

বন্ধুরা, কোন অনুষ্ঠানে যাবার আগে ত্বককে ফ্রেস, ক্লিন ও ফর্সা করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কফি ও মুলতানি মাটির কার্যকরী ফেসপ্যাক বানানোর নিয়ম যা ত্বক ফর্সা করার সবচেয়ে best Skin Fairness remedy । এটি এমন একটি দুর্দান্ত কার্যকর উপায় যার ব্যবহারে আপনার ত্বক আপনাকে অবাক করে দেবার মত ফর্সা হয়ে যাবে। 

তো বন্ধুরা , সামনে যদি কোন অনুষ্ঠান থাকে তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নিন , আর জেনে নিন ত্বককে ফর্সা ,উজ্জ্বল ও কাঁচের মতো ঝকঝকে করার এই রেমেডিটিকে কিভাবে বানাতে হবে ও ব্যবহার করতে হবে ।  

কফি ও মুলতানি মাটির প্যাকটি বানানোর জন্য প্রয়োজনীয় উপাদানঃ

  • ২ চামচ – মুলতানি মাটি 
  • ১ চামচ – কফি 
  • ১ চামচ – অলিভ অয়েল  
  •  ১ চামচ – শষার পেষ্ট  ও  
  •  স্মোথ পেষ্ট তৈরি করার জন্য পরিমাণমত – কমলার রস 

কফি ও মুলতানি মাটির প্যাকটি বানানোর ধাপঃ

  • সবার প্রথমে সবগুলো উপাদান একসাথে নিয়ে ভাল করে মিক্স করে নিন ।    
  • এই রকম স্মোথ পেষ্ট তৈরি হয়ে এলে এটি ত্বকের মধ্যে apply করে নিন।  
  • প্যাকটি চোখে ও ঠোঁটে লাগাবেন না । 
  • প্যাকটি  apply করে শুকিয়ে যাওয়া পর্যন্ত ত্বকের মধ্যে রেখে দিন। 
  • প্যাকটি পুরুপুরি শুকিয়ে গেলে ত্বক জল দিয়ে পরিস্কার করে নিন।    

 নোটঃ

১) যাদের ত্বক অয়েলি তারা অলিভ অয়েলের পরিবর্তে লেবুর রস ব্যবহার করবেন ।   

2) প্যাকটি ত্বক হতে রোদেপুড়া কালোদাগ ,তামাটে ভাব , ত্বকের কালচে রং ও ডেড স্কিন টিস্যু রিমুভ করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলবে।

 আর এই প্যাকটি Open prose কে lock করে দিয়ে চোখের চারপাশের কালো দাগ দূর করবে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখ্বে। 

এছাড়াও এটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের সমস্ত রকমের ধুলো ময়লা ও দাগছোপকে দূর করে দিয়ে ত্বককে ফর্সা করবে।