মাত্র ১৫ মিনিটে ত্বক ফর্সা ও উজ্জ্বল করার আলুর অসাধারণ ফেসপ্যাক

আলুর ফেসপ্যাক

ত্বককে মধ্যে ইন্সেটেন্ট উজ্জ্বলতা আনার জন্য চমৎকার একটি আলুর ফেসপ্যাক শেয়ার করছি , ব্যস্ততার কারণে পার্লারে গিয়ে যে ফেসিয়াল করবেন তার সময়ও অনেকের থাকেনা । তাই মুখে সারা দিনের ধুলা-বালি জমে , যার করণে ত্বক এতটায় মলিন ও ক্লান্ত হয়ে পড়ে যে এই মলিনতা ত্বক নিয়ে চিন্তায় ফেলে দেয় আমাদের । তখন সারাক্ষণ ভাবতে থাকি কিভাবে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায় ।

তাই আজকে যে রেমেড়িটি শেয়ার করছি , এই রেমেড়িটির সাহায্যে ত্বকে ইন্সেন্টেন উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে পারবেন সাথে ত্বকের মলিনতাও দূর করতে পারবেন।


এর পাশাপাশি ত্বককে মধ্যে থাকা কালো দাগ গুলোকেও ক্লিন করতে পারবেন । এটি তাড়াতাড়ি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর সাথে সাথে মুখের বলিরেখা ও ব্রণের দাগ দূর করে ফেলবে আর ত্বককে করবে কাঁচের মতো ফর্সা ও উজ্জ্বল ।

কিভাবে আলুর ফেসপ্যাকটি তৈরি করতে হবে তা নিচে দেওয়া হলো ।

আলুর ফেসপ্যাক তৈরি করার প্রয়োজনীয় উপাদানঃ

আলুর ফেসপ্যাক


২ চামচ আলুর পেষ্ট
১ চামচ মুলতানি মাটি
১ চামচ অ্যালোভেরা জেল

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/52aHkBW7Mho" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>


২ চামচ টমেটো পেষ্ট

আলুর ফেসপ্যাক তৈরি করার প্রণালিঃ


এই ফেসপ্যাক তৈরি করার জন্য প্রথমে ১টি আলু নিয়ে পরিষ্কার করে ধুয়ে এর খোসা ছাড়িয়ে নিন ।
এরপর টুকরো করে ব্লেন্ড করে নিন।

ব্লেন্ড করার পর ১টি বাটির মধ্যে পেষ্ট করে ঢেলে নিন ।

এরপর সব উপাদান নিয়ে খুব ভালভাবে মিশিয়ে নিয়ে ।

ব্যবহারঃ
সব উপাদান মিশিয়ে নেয়ার পর প্যাকটি পুরোপরি ভাবে তৈরি হয়ে এলে ১টি ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করে নিন ।

আলুর ফেসপ্যাক

প্যাকটি এপ্লাই করার পর ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন ।

নোটঃ
ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে ৩ দিন করে ব্যবহার করুন এই প্যাকটি ।
আলুর ফেসপ্যাকটি ব্যবহার করার পর দেখবেনন ত্বক কত অনেকটা ফর্সা হয়ে এসেছে । খুব ভাল ফলাফল পাবার জন্য আলুর এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহার করুন ।