মাত্র ৭ দিনে ত্বককে ফর্সা করার জন্য চালের গুড়া ও হলুদ গুড়ার অসাধারণ ফেসপ্যাক

আজকে আমি আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করার জন্য চালের গুড়া ও হলুদ গুড়া দিয়ে বানানো খুব সহজ একটি ফেসপ্যাক দেখাবো । যার ব্যবহারে আপনাদের ত্বক ফর্সা হবে এবং ত্বকে যদি ব্রণ ও হালকা দাগছোপ থাকে তাহলে সেটিও খুব সহজেই দূর হয়ে যাবে। ফর্সা, উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বক পেতে চান তাহলে এই রেমিডিটিকে একবার হলেও ব্যবহার করুণ।

চালের গুড়া ও হলুদ গুড়ার ফেসপ্যাকটি তৈরি করার নিয়মঃ

 ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ  

 ১ চামচ – চালের গুড়া

 ১/২ চামচ – হলুদ গুড়া 

১ চামচ – বেসন 

প্রয়োজনমত – গোলাপজল  

 ফেসপ্যাকটি কিভাবে তৈরী ও ব্যবহার করবেনঃ 

তৈরীর ধাপঃ 

সবার প্রথমে একটি পরিষ্কার বাটি নিন ।  

এবার এর মধ্যে চালের গুড়া নিয়ে নিন। 

 তারপর হলুদ গুড়া নিন।  

 তারপর বেসন নিয়ে নিন।  

  সবার শেষে প্রয়োজনমত গোলাপজল এড করে এদেরকে একসাথে ভাল করে মিশিয়ে নিন ।  

এই ফেসপ্যাকটি ব্যবহার করার নিয়মাবলীঃ

ফেসপ্যাকটি তৈরি হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে চেহারায় ভাল করে apply করে নিন ।

 ফেসপ্যাকটি মুখে apply করে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুণ।  

 ফেসপ্যাকটি শুকিয়ে গেলে ত্বক পরিস্কার জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।  

  ত্বক পরিস্কার জল দিয়ে নেওয়ার পর টিস্যু বা নরম কাপড় দিয়ে মুখ ভালো করে মুছে নিন ।  

 ফেসপ্যাকটি  কিভাবে  কাজ করবেঃ  

 এই ফেসপ্যাকটি ত্বক হতে ডেড স্কিন সেল, ডার্ক সার্কেল ও রিংকেলস্‌কে দূর করে দিয়ে ত্বকে প্রাকৃতিকভাবে ফেয়ারনেস ও গ্লো নিয়ে আসবে।  

 এই ফেসপ্যাকটি ফ্রিরেডিকেলসের বিরোদ্ধে ফাইট করে স্কিনে বয়সের ছাপ আসতে দিবে না, যার কারণে স্কিন সবসময় তরুণ থাকবে ।  

এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে।  

দাগছোপকে দূর করে দিয়ে ত্বককে খুব দ্রুত ফর্সা করার জন্য এটি দূর্দান্ত কার্যকর একটি ফেসপ্যাক।

নোট

 এই ফেসপ্যাকটি মুখের সাথে সাথে আপনার সারা শরীরে এপ্লাই করতে পারবেন ।

 সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারবেন।