উজ্জ্বল ফর্সা এবং আকর্ষনীয় ত্বক সকলেরই প্রত্যাশিত। রূপচর্চার জন্য আমরা অনেকেই বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে থাকি।
যেমন পার্লারে যাওয়া, উন্নত মানের প্রসাধনী ব্যবহার করা ইত্যাদি। তবে যারা খরচ, সময় এবং সুযোগের অভাবে এভাবে রূপচর্চা করতে পারেন না তারা সম্পূর্ণ ঘরোয়াভাবে চাইলেই নিজেদেরকে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করে তুলতে পারেন।
বন্ধুরা, সম্পূর্ণ ঘরে বসেই প্রাকৃতিক কিছু উপাদানে এর সাহায্যে একটি প্যাক তৈরি করে নিয়ে লাগিয়ে মুখ ধুয়ে নিলেই আপনার ত্বক হয়ে উঠবে সম্পূর্ণ উজ্জ্বল, ফর্সা, পরিষ্কার এবং আয়নার মত চকচকে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক অতিমাত্রায় ত্বক উজ্জ্বল ও ফর্সা কারি প্যাক।
২০ মিনিটে চেহারা উজ্জ্বল এবং ফর্সাকারী প্যাক এবং তার ব্যবহার পদ্ধতিঃ
উপকরণ সমূহঃ
২ চামচ চন্দন পাউডার।
২ চা চামচ এলোভেরা জেল।
একটি বড় সেদ্ধ আলুর পেস্ট।
১ চামচ লেবুর রস।
২ চামচ টকদই ।
তৈরির পদ্ধতিঃ
সবগুলো উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন।
তাহলেই তৈরি হয়ে যাবে দ্রুত সময়ে ত্বক উজ্জল ও ফর্সা কারী অত্যন্ত কার্যকরী একটি প্যাক।
ব্যবহার পদ্ধতিঃ
প্রথমেই আপনার চেহারা ভালোভাবে পরিষ্কার করে নিন।
এরপর তুলা অথবা মুখের ব্রাশের সাহায্যে প্যাকটি সম্পূর্ণ মুখে লাগিয়ে নিন।
এরপর ২০ মিনিট শুকানোর জন্য সময় নিন।
সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে কুসুম গরম জলে তোলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রণটি তোলে নিন।
এবার ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
বিঃদ্রঃ
১। চেহারা পরিষ্কার করার জন্য লেবুর রস এবং মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন। তবে ত্বক অতিমাত্রায় সেনসিটিভ হলে টমেটোর রস ব্যবহার করবেন।
২। মুখ ধুয়ে নেওয়ার পর অবশ্যই আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।
৩। স্থায়ীভাবে চেহারার ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে নিয়মিত ( সপ্তাহে তিন থেকে চারবার ) প্যাকটি ব্যবহার করুন।
উপরে উল্লেখিত উপায় অনুসরণ করে চেহারায় প্যাকটি ব্যবহারের মাধ্যমে মাত্র ২০ মিনিটে আপনি হয়ে উঠতে পারবেন উজ্জ্বল এবং ফর্সা ত্বকের অধিকারী।