বন্ধুরা আজকে আমি আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করার জন্য খুব সহজ একটি রেমিডি দেখাবো ।যার ব্যবহারে আপনার ত্বক ফর্সা হবোর সাথে সাথে হয়ে যাবে কাঁচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল।তাই বন্ধুরা, যদি আপনি ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বক পেতে চান তাহলেএই রেমিডিটিকে একবার হলেও ব্যবহার করে দেখবেন।
বন্ধুরা, চলুন তাহলে দেখে নি কিভাবে এই রেমেডিটিকে তৈরি করবেন ।
- এই রেমেড়িটি বানানোর জন্য ১ টি আলু ও ১০ gm গাজর একসাথে নিয়ে সেদ্ধ করে নিতে হবে ।
আলুর মধ্যে ত্বকের দাগ ছোপ দূর করার গুণাগুণ পাওয়া যায়। তাছাড়া আলু আমাদের ত্বকের রংকেও উজ্জ্বল করতে সাহায্য করে । এছাড়াও আলুর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি ও জিংক পাওয়া যায় যা ত্বক হতে ডেড স্কিন সেল, ডার্ক সার্কেল ও রিংকেলস্কে দূর করে দিয়ে ত্বকে প্রাকৃতিকভাবে ফেয়ারনেস ও গ্লো নিয়ে আসবে।
- আলু ও গাজর সেদ্ধ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে।
আলু ও গাজর ঠান্ডা হবার পর এদেরকে একসাথে ব্লেন্ড করে এটিকে একটি কাঁচের কৌটায় নিয়ে স্টোর করে রাখুন । এই মিশ্রণটিকে ফ্রিজে রেখে ৭ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন । গাজর স্কিন সেল প্রোডাকসনকে বোষ্ট করে ত্বককে ব্রাইট এবং স্মোথ করে তুলে ।
- এবার একটি পরিস্কার বাটিতে এই মিশ্রণ হতে ৩-৪ চামচ নিয়ে নিন।
এরপর এরসাথে এড করুণ
- ১ চামচ কাঁচা তরল দুধ
- ও ১ চামচ কমলা লেবুর রস ।
এবার সবগুলো উপকরণ খুব ভালোকরে মিশিয়ে নিন ।
প্যাকটি তৈরি হলে এটিকে এইভাবে এপ্লাই করুণ ।এইপ্যাকটি ত্বক হতে ডেড স্কিন সেল, ডার্ক সার্কেল ও রিংকেলস্কে দূর করে দিয়ে ত্বকে প্রাকৃতিকভাবে ফেয়ারনেস ও গ্লোয় নিয়ে আসবে। প্যাকটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুণ ।
এরপর ত্বক ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।