মাত্র ১০ মিনিটে চিরতরে হাতের কালো দাগ দূর করার উপায়

বন্ধুরা আমরা চাই আমাদের মুখের সাথে সাথে হাত ও পা ফর্সা হোক । কিন্তু আমাদের হাত পায়ের আঙ্গুলের যে জয়েন্ট আছে অর্থাৎ হাত ও পায়ের গিরা তা কালো হওয়াতে আমাদের হাত পায়ের সৌন্দর্য কমে যায় ।  

তাই আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যান্ত ইফেক্টটিব একটি সহজ রেমেড়ি । যে রেমেড়ি ব্যবহারের মাধ্যমে হাত পায়ের আঙ্গুলের জয়েন্টের কালো দাগ দূর হবে । এটি মাত্র ১০ মিনিটে হাতের কালো দাগ দূর করার উপায় । 

তো বন্ধুরা, আপনারা আপনাদের হাত পায়ের আঙ্গুলের জয়েন্টের অর্থাৎ হাত ও পায়ের গিরার কালো দাগ দূর করতে এই রেমেড়িটিকে কিভাবে তৈরি ও এপ্লাই করবেন তা জেনে নিন।

প্রয়োজনীয় উপাদানঃ

২ টি আলু

১ টেবিল চামচ চিনি 

১ টেবিল চামচ লেবুর রস

   অল্প কটন  

তৈরি ও ব্যবহারের ধাপঃ  

১ । প্রথমে আলু দুইটির খোসা ছাড়িয়ে এদেরকে একটি ব্লান্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন।

২। এরপর একটি পরিষ্কার বাটি নিয়ে এর মধ্যে আলুর পেষ্ট, চিনি ও লেবুর রস নিয়ে সব উপাদান ভালো করে মিশিয়ে নিন ।  

৩। এরপর কটনকে ছোট ছোট টুকরো করে এই মিশ্রণের মধ্যে ভিজিয়ে নিন।

৪। কটন যখন পুরোপুরি ভিজে যাবে তখন আঙ্গুলের জয়েন্টে লাগিয়ে নিন ।

৫। যখন কটন শুকিয়ে যাবে তখন এই মিশ্রণ দিয়ে ভিজিয়ে দিন । এই ভাবে কটন ১০মিনিট রেখে দিন ।

৬। এবং১০ মিনিট পর কটন গুলো তুলে ফেলুন । এরপর হালকা হাতে জয়েন্টে ৫ মিনিট মাস্যাজ করুন।

৭। ৫ মিনিট পর হাত ধুয়ে ফেলুন   ।

নোটঃ

হাতের গিরার কালো দাগ দূর করতে এই রেমেড়িটিকে সপ্তাহে ৩ বার ব্যবহার করুন।

কমন কিছু প্রশ্ন ও তার উত্তরঃ

১। প্রশ্নঃ এই রেমেড়ি কি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে ?

   উত্তরঃ এই রেমেড়িটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না ।

বন্ধুরা, হাতের গিরার কালো দাগ দূর করতে অবশ্যই এই রেমিড়িটি বাড়িতে ব্যবহার করবেন । একবার ব্যবহারেই ভালো ফলাফল পাবেন।