জেনে নিন চুল শাইনিং করার সহজ উপায় ।। Hair Tips Bangla ।। Bangla Beauty Tips

0
190
চুল শাইনিং করার সহজ উপায় জেনে নিন

নারী কিংবা পুরুষ সবারই চুলের যত্ন নিতে হয়। চুলের যত্ন নেবার কথা আসলে চুলের যত্নের ব্যাপারে আমাদের প্রশ্নের শেষ নেই।  আমরা সবাই চাই চুলকে শাইনিং করতে , কিন্তু আমাদের সবার চুল তা হয়না।  চুল শাইনিং না হওয়ার অনেক রকম কারণ আছে , যেমন ,পলিউশন, রোদের কড়া তেজ, গোসল করে চুল ভালো করে না মুছা , নিয়ম মেনে চুলে তেল না দেওয়া। 

আমরা অনেকেই মাসের পর মাস তেলের আসে পাশেও যাইনা । আবার আমাদের সবার কাজে বাইরে বের হতে হয় , যার কারণে আমাদের চুলে প্রচুর পরিমাণে ধুলোবালি আটকে যায় ।  যার জন্য রোজ শ্যাম্পু না করে বাইরে বের হওয়া যায় না। রোজ শ্যাম্পু করার ফলে চুলে থাকা প্রাকৃতিক গ্লীচ নষ্ট হতে থাকে। যার ফলে চুল হয়ে ওঠে রুক্ষ ও প্রাণহীন।        

তাই নিয়মিত কয়েকটি বিষয় খেয়াল রাখুন , যাতে আপনার চুল গ্লীচহীন না হয়ে পড়ে ।  

চলুন , জেনে নিই কিভাবে আপনার চুলকে গ্লীচ করে রাখবেন।

ই রেমেড়িটি বানানোর জন্য যে যে উপাদান লাগবে তা হলোঃ 

  • ১ টি ডিমের সাদা অংশ
  • ২ টি ভিটামিন – ই 
  • ১ চামচ পেঁয়াজের রস

তৈরি ও ব্যবহার করার উপায়ঃ

  • প্রথমে ১ টি ডিম নিয়ে এটিকে ফাটিয়ে নিন , এরপর কুসুমটি তুলে নিন এরপর এরমধ্যে ২টি ভিটামিন – ই ও পেঁয়াজের রস নিয়ে ভাল করে মিশিয়ে নিন ।
  • এরপর মিশিয়ে ১ টি হেয়ার ব্রাশের সাহায্য চুলে লাগিয়ে নিন ।
  • লাগিয়ে নেওয়ার পর ১৫ মিনিট অপেক্ষা করুন , ১৫ মিনিট পর চুল ভালো করে ধুয়ে নিন । 

নোটঃ

শাইনিং চুল পাওয়ার জন্য এই রেমেড়িটি সপ্তাহে ৩ দিন করে ব্যবহার করুণ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here