মাত্র 3 দিনে মুখের ত্বকের মত শরীর উজ্জ্বল এবং ফর্সা করার অত্যন্ত কার্যকরী কিছু উপায়

শরীর ফর্সা করার উপায়

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের চেহারার ত্বকের চেয়ে শরীরের অন্যান্য অংশের ত্বকের অসামঞ্জস্যতা দেখা যায়। যা সকলের কাছেই দৃষ্টিকটু।

অনেকেই আবার বিভিন্ন বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছেন ত্বকের এই অসামঞ্জস্যতার কারণে। বিভিন্ন চেষ্টার পরেও চেহারার ত্বকের মত শরীরের ত্বককে যারা ফর্সা এবং উজ্জ্বল করতে পারছেন না তাদের জন্য আমাদের এই আলোচনা।

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে অত্যন্ত কার্যকরী কিছু স্ক্রাবারের সাহায্যে শরীরের রং হবে চেহারার রঙের মতই ফর্সা এবং উজ্জ্বল।

শরীর ফর্সা করার উপায়

তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক মাত্র 3 দিনে চেহারার ত্বকের মতো শরীরের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে অত্যন্ত কার্যকরী স্ক্রাবার সমূহ।

মুখের ত্বকের মত শরীরের ত্বক উজ্জল ও ফর্সা করার কার্যকরী স্ক্রাবার সমূহঃ

চালের গুড়ার স্ক্রাবারঃ

মুখের ত্বকের মতো শরীরের ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে চালের গুড়ার স্ক্রাবার অত্যন্ত কার্যকরী।

২ টেবিল চামচ চালের গুড়া   

শরীর ফর্সা করার উপায়
Milk

৪ চামচ কাঁচা তরল দুধ

দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। তাহলেই চালের গুড়ার স্ক্রাবারটি শরীরে ব্যবহারের জন্য উপযোগী হয়ে যাবে।

চিনির স্ক্রাবারঃ

অ্যালোভেরায় বিদ্যমান এন্টি অক্সিডেন্ট উপাদান শরীরের বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে শরীরের ত্বক কে করে তুলে সতেজ, উজ্জ্বল এবং ফর্সা।

শরীর ফর্সা করার উপায়
শরীর ফর্সা করার উপায়

একটি অর্ধেক পাকা টমেটো পেস্ট।

২ চামচ চিনি

১ চামচ বেসন

একটি পরিষ্কার পাত্রে উপকরণ গুলি নিয়ে ভালোভাবে পেস্ট করে এলোভেরার কার্যকরী স্ক্রাবার টি তৈরি করে নিন।

মুখের ত্বকের মত শরীরের ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে স্ক্রাবার সমূহ ব্যবহারের পদ্ধতিঃ

  • পরিষ্কার হাতে শরীরের প্রয়োজনীয় অংশে স্ক্রাবারের মিশ্রণ লাগিয়ে নিন।
  • ১০ মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে আলতো ভাবে ম্যাসাজ করুন।
শরীর ফর্সা করার উপায়
ত্বক ফর্সা করার উপায়
  • 15 থেকে 20 মিনিট শুকানোর সময় দিন।
  • সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠান্ডা জলে মিশ্রন ধুয়ে নিন অথবা গোসল করে নিন।

বিঃদ্রঃ

১> প্রয়োজনে উপাদা বাড়িয়ে নিতে পারবেন ।

২>স্ক্রাবারের কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।

৩>স্ক্রাবার লাগিয়ে রোদে গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

৪>শিশুদের ত্বকে স্ক্রাবার এর ব্যবহার করা থেকে বিরত থাকুন।

৫>স্থায়ীভাবে শরীরের ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে সপ্তাহে অন্তত দুবার শরীরে স্ক্রাবার ব্যবহার করুন।

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে বসে উপাদানসমূহ সংগ্রহ করে নিয়ে যে কেউ নিজেদের শরীরের ত্বককে মুখের ত্বকের মতো উজ্জ্বল ও ফর্সা করে তুলতে পারবেন। নিজেদের ত্বকের যত্ন নিন।