মাত্র ২ দিনে ত্বক থেকে রোদে পুড়া দাগ দুর করুন খুব সহজ উপায়ে 

রোদে পুড়া দাগ দূর করার সহজ উপায়  

গরম হোক বা অন্য কোন মৌসুম হোক, আমাদের দৈনন্দিন জীবনকে পরিচালিত করতে হলে বাইরে আমাদের কোন না কোন কারনে বের  হতে হয়। আর বাইরে বের হওয়া মানে হল সূর্যের অতিবেগুনি রশ্মির একেবারে কাছে চলে যাওয়া।

যে অতিবেগুনি রশ্মি মারাত্মকভাবে আমাদের ত্বক কে পুড়িয়ে দেয়, আর আমাদের ত্বকের কালো কালো দাগের সৃষ্টি করে দেয়। বন্ধুরা এই রোদে পোড়া দাগ কতটা মারাত্মক তা আমরা জানি।

কিন্তু এর থেকে পরিত্রান পাওয়ার কোন উপায় আমাদের নেই। শুধু আমরা কয়েকটি করণীয় অবলম্বন করতে পারি। যাতে ভবিষ্যতে এই কালো দাগ আমাদের না হয় এবং বর্তমানে যে কালো দাগ হয়ে গেছে তার দূর করা যায়।

ত্বককে-উজ্জ্বল-হলুদের-ফেইসপ্যাক

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন দারুন সব ফেইসপ্যাক এবং স্ক্রাবিং যে গুলো ব্যবহারের মাধ্যমে আপনারা কিন্তু খুব দ্রুত মাত্র ২ দিনে শরীর থেকে আপনাদের রোদে পোড়া কালো দাগ দূর করে ফেলতে পারবেন।

ত্বকের রোদে পোড়া দাগ দূর করার সহজ উপায়ঃ

চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় কিভাবে ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে প্যাক আপনারা তৈরি ও ব্যবহার করবেন…………

১। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পাকা টমেটো ও আলুর ফেইসপ্যাকঃ

  • প্রথমে যে প্যাকটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই প্যাকটি কিন্তু দারুণ ভাবে কাজ করে আমাদের ত্বক থেকে রোদে পোড়া কালো দাগ দূর করতে।

এর জন্য যে সকল উপকরণ আপনার হাতের কাছে রাখতে হবে………

শরীর ফর্সা করার উপায়
  • ২ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট,
  • ২চা চামচ গোলআলুর পেস্ট,
  • ২ টেবিল চামচ বেসন,

ব্যবহার করবেন যেভাবেঃ

  • এই তিনটি উপকরণ একসাথে ভালোমতো মিক্স করে তার সাথে পরিমাণমত গরুর দুধ দিয়ে প্যাকটি তৈরি করে ফেলতে হবে।
  • বাহির থেকে যখনই আপনি আসবেন গোসলের আগে এই প্যাকটি লাগিয়ে ২০ মিনিট অপেক্ষার পর একেবারে আপনি গোসলটা সেরে নিতে পারেন।

২। গরম কালে ত্বক কে ফ্রেশ রাখতে এভোকাডো ও টক দই এর ফেইসপ্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ এভোকাডোর রস,
  • ২ টেবিল চামচ শশার পেস্ট,
শীতকালে-হাত-পায়ের-যত্নে-দই
  • ২ চা চামচ টকদই,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • এই তিনটি উপকরণ একসাথে ভালোমতো মিক্স করে আপনারা যদি আপনাদের মুখে দেন।  
  • ২০-২৫ মিনিট অপেক্ষা করার পরে যদি ধুয়ে ফেলেন।
  • বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন, কত দ্রুত আপনার ত্বক থেকে রোদে পোড়া কালো দাগ দূর হয়ে আপনার ত্বককে সুন্দর ও ফর্সা করে দিবে।
ত্বক ফর্সা করার ফেসপ্যাক

তাহলে বন্ধুরা রোদে পোড়া কালো দাগ নিয়ে আর দুশ্চিন্তায় না থেকে  আমাদের দেওয়া এই প্যাকগুলো শুধু একবার ব্যবহার করে দেখুন। ১০০% কার্যকারিতা যদি আপনারা না পান, তাহলে পরবর্তীতে এগুলা আর ব্যবহার করবেন না।