রাতে ঘুমানোর আগে 1 বার এভাবে ব্যবহার করুন সব দাগ ছোপ দূর হয়ে ত্বক হীরের মতো চকচক করবে

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত কার্যকর স্কিন হোয়াইটেনিং ফেইসপ্যাক । এটা কিছুদিন ব্যবহার করলে ত্বক হতে রোদেপোড়া কালোদাগ ও বয়সের ছাপ দূর হয়ে ত্বক হয়ে উঠবে টানটান ও গ্লোয়িং। এছাড়াও এই ফেইসপ্যাকটির ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে দাগছোপহীন ঝকঝকে ফর্সা আর উজ্জ্বল।

ফেইসপ্যাকটি বানানোর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন  ১/২ কাপ কাঁচা তরল দুধ।

কাঁচা তরল দুধ আমাদের ত্বকের জন্য খুবই উপকারি । দুধের মধ্যে ল্যাকটিক এসিড আছে যা আমাদের ত্বক থেকে সবধরণের ডার্ক স্পট ও রোদেপুড়া দাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে।    

এবার দুধের সাথে এড করব

  • ১/২ চামচ হলুদ গুড়া
  • ৩ চামচ ময়দা
  • ও ১ চামচ কমলার রস।

এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোকরে মিশিয়ে নিন ।

ফর্সা হওয়ার উপায়

হলুদের মধ্যে ত্বকের জন্য অনেক উপকারী উপাদান রয়েছে ,তার মধ্যে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার অতি গুরুত্বপূর্ণ উপাদানের নাম হল অ্যান্টি- অক্সিডেন্ট। অ্যান্টি- অক্সিডেন্টের কাজ হল ত্বক হতে রোদেপুড়া কালোদাগ ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বককে  ভিতর থেকে ফর্সা করে তুলা।

একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে  apply করুণ…     

           

কালোদাগ দূর করার উপায়

প্যাকটি ত্বকের মধ্যে ২৫ মিনিট রেখে দিন । ২৫ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।

ব্রণ ও ব্রণের দাগ দূর

বন্ধুরা এই ফেইসপ্যাকটি ব্যবহার করার পর আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার ত্বক কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে । আর তার সাথে সাথে ত্বক অনেকটা গ্লো করছে।

Leave a Comment