বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত কার্যকর স্কিন হোয়াইটেনিং ফেইসপ্যাক । এটা কিছুদিন ব্যবহার করলে ত্বক হতে রোদেপোড়া কালোদাগ ও বয়সের ছাপ দূর হয়ে ত্বক হয়ে উঠবে টানটান ও গ্লোয়িং। এছাড়াও এই ফেইসপ্যাকটির ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে দাগছোপহীন ঝকঝকে ফর্সা আর উজ্জ্বল।
ফেইসপ্যাকটি বানানোর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন ১/২ কাপ কাঁচা তরল দুধ।
কাঁচা তরল দুধ আমাদের ত্বকের জন্য খুবই উপকারি । দুধের মধ্যে ল্যাকটিক এসিড আছে যা আমাদের ত্বক থেকে সবধরণের ডার্ক স্পট ও রোদেপুড়া দাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে।
এবার দুধের সাথে এড করব
- ১/২ চামচ হলুদ গুড়া
- ৩ চামচ ময়দা
- ও ১ চামচ কমলার রস।
এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোকরে মিশিয়ে নিন ।
হলুদের মধ্যে ত্বকের জন্য অনেক উপকারী উপাদান রয়েছে ,তার মধ্যে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার অতি গুরুত্বপূর্ণ উপাদানের নাম হল অ্যান্টি- অক্সিডেন্ট। অ্যান্টি- অক্সিডেন্টের কাজ হল ত্বক হতে রোদেপুড়া কালোদাগ ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলা।
একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে apply করুণ…
প্যাকটি ত্বকের মধ্যে ২৫ মিনিট রেখে দিন । ২৫ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।
বন্ধুরা এই ফেইসপ্যাকটি ব্যবহার করার পর আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার ত্বক কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে । আর তার সাথে সাথে ত্বক অনেকটা গ্লো করছে।