একরাতে হয়ে উঠুন ফর্সা ও উজ্জ্বল ত্বকের অধিকারী

0
380

আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি স্কিন হোয়াটেনিং রেমেড়ি শেয়ার করব ।

এই রেমেড়িটি মাত্র ১ বার ব্যবহারে ত্বক ফর্সা হওয়ার সাথে সাথে হয়ে যাবে কাঁচের মতো স্বচ্ছ , চকচকে উজ্জল ও ফর্সা ।

এছাড়া মুখ থেকে সমস্ত ধরনের কালো দাগ-ছোপকে দূর করে দিয়ে ত্বককে মসৃণ ও সুস্থ করে তুলবে।   

সুস্থ উজ্জ্বল গ্লোয়িং ও ক্লিন ত্বক পেতে চাইলে একবার এই রেমেড়িটি ব্যবহার করে দেখুন ।  

চলুন , এই রেমেড়িটি কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে তা দেখে নিই।

রেমেড়িটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

২ চামচ বেসন

কফি-ও-মধুর-ফেসপ্যাক

১ চামচ কফি 

২ চামচ কাঁচা তরল দুধ 

১ চামচ লেবুর রস

রেমেড়িটি তৈরি করার প্রণালীঃ 

এই রেমেড়িটি বানানোর জন্য একটি পরিষ্কার বাটি নিন ।

কফির ফেসপ্যাক

এরপর বাটির মধ্যে সব উপাদান নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন ।

রেমেড়িটি ব্যবহার করার নিয়মঃ

ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রেমেড়িটি যখন তৈরি হয়ে আসবে তখন একটি ব্রাশের সাহায্যে মুখে এপ্লাই করুন।

ত্বক ফর্সা করার কফির ফেসমাস্ক

এপ্লাই করার পর  20 মিনিট অপেক্ষা করুন ।

 20 মিনিট পর হাত দিয়ে মুখের মধ্যে হালকা মাস্যাজ করুন ।

এরপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

এরপর শুকনো টাওয়াল দিয়ে মুখ মুছে ফেলুন ।

নোটঃ 

ভাল ফলাফল পেতে চাইলে এই ফেসপ্যাকটি সপ্তাহে ২ দিন করে ব্যবহার করুন।  

কাজ করার কারণঃ     

বেসনঃ    

ত্বক এত ফর্সা ও টানটান করার উপায়

বেসন ত্বকের মধ্যে সারা দিনের জমে থাকা ধূলা-ময়লাকে দূর করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে । বেসনের মধ্যে থাকা উপাদানগুলো স্কিন টোন সমান করে ,স্কিন কালার ব্যালান্স করে স্কিনে অন্যরকম একটি গ্লো নিয়ে আসে ।

কফিঃ   

কফির মধ্যে আছে ক্যাফেইন ও শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট যা স্কিন থেকে মরা টিস্যুকে দূর করে আর ত্বককে ইয়াং ও ফ্রেস করে তুলে ।

ত্বকের যত্নে কফির ফেসপ্যাক

এছাড়াও কফি ত্বকের উজ্জ্বলতাকে ফিরিয়ে এনে দিনের পর দিন উজ্জ্বলতা ধরে রাখে ।  

কাঁচা তরল দুধঃ

কাঁচা তরল দুধ আমাদের ত্বকের জন্য খুবই উপকারি।

কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক এসিড থাকায় দুধ আমাদের ত্বক থেকে সব ধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ ,রোদে পুড়াদাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে।

লেবুর রসঃ

লেবুর মধ্যে রয়েছে নেচারাল ব্লিচিং প্রোপারটি যা ত্বককে লেচারালি ফর্সা করে তুলার জন্য কজ করে ।  

এই ফেসপ্যাকটি ব্যবহার করার পর বুঝতে পারবেন আগের তুলনায় ত্বক অনেক ফর্সা হয়ে উঠেছে ।

ত্বক ফর্সা করার উপায়

তাই এই রেমেড়িটি ব্যবহার করার পর আর কোনো বাজারের ক্রিম ব্যবহার করতে হবে না ।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here