বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি যেটি দুধের সাথে তিন-চারটি উপাদান মিশিয়ে তৈরি করতে পারবেন।
এই রেমিডিটি ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের ত্বকের দাগ দূর করে ত্বককে এতটাই উজ্জ্বল ও ফর্সা করতে পারবেন যা দেখে আপনারা নিজেরাই অবাক হবেন।
আর এই রেমিডিটি ত্বককে দুধের মতন এতটাই ধবধবে ফর্সা ও উজ্জ্বল করবে যার কারণে আপনাদেরকে পার্লারে গিয়ে আর কখনোই ফেসিয়াল করার প্রয়োজন হবে না ।
তো বন্ধুরা চলুন তাহলে দেখে নি, ত্বককে দুধের চাইতেও সাদা ফর্সা করার জন্য এই রেমেডি টিকে কিভাবে তৈরি ও ব্যবহার ব্যবহার করতে হবে
রেমেডিটির তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
২ টেবিল চামচ ময়দা
১ টেবিল চামচ মুলতানি মাটি
৪ টেবিল-চামচ কাঁচা তরল দুধ
১ চা-চামচ মধু ও
একটি ভিটামিন ই
রেমেডিটি তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
প্রথমে একটি বাটি পরিস্কার করে নিন ।
এরপর এরমধ্যে সবগুলো উপাদান বাটিতে নিয়ে মিশিয়ে নিন।
প্যাকটি তৈরি হয়ে গেলে এটি ত্বকের মধ্যে এপ্লাই করে নিন।
এটি এপ্লাই করে ২০ থেকে ২৫ মিনিট পর এই প্যাকটি ত্বকের মধ্যে পুরোপুরি শুকিয়ে গেলে এটিকে হাত দিয়ে আস্তে আস্তে ঘষে তুলে নেবেন ।
এরপর ত্বক পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই আপনারা পেয়ে যাবেন কাঁচের মতো দুধের মত ধবধবে ফর্সা উজ্জ্বল ত্বক ।
নোটঃ
১। এই রেমেডিটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারবেন ।
২। এই রেমেডিটি রাতে ব্যবহার করলে বেশি ফলাফল পাবেন ।
কমন কিছু প্রশ্ন ও তার উত্তরঃ
১। প্রশ্নঃ এই রেমেড়ি কি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে ?
উত্তরঃ এই রেমেড়িটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না ।
২। প্রশ্নঃ মুলতানি মাটি কোথায় পাব ?
উত্তরঃ মুলতানি মাটি যে কোন কসমেটিকের দোকানে পাবেন ।
বন্ধুরা, ত্বককে দাগহীন ফর্সা উজ্জ্বল রাখার জন্য এই রেমেডিটিকে নিয়মিত বাড়িতে অবশ্যই এপ্লাই করবেন।