আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সুদীর্ঘ হাঁটু পরিমান লম্বা চুল পছন্দ করেন। কিন্তু আমাদের পরিবেশ, আবহাওয়া এবং চারপাশের ধুলাবালি এবং চুলের প্রতি অযত্নের কারণে চুল পুষ্টিহীনতায় ভোগে ফলে চুল দ্রুত সময়ে লম্বা হয় না, পাতলা হয়ে যায় এবং ঝরে পড়া বেড়ে যায়।
মেহেদি পাতা আর টক দই এর হেয়ার প্যাকঃ
ব্যবহৃত উপকরণঃ
২ টেবিল-চামচ মেহেদি পাতা গুঁড়ার পেস্ট।
১ টেবিল চামচ টক দই।
১ টি ডিমের সাদা অংশ।
১ টেবিল-চামচ অপরিশোধিত নারিকেল তেল।
হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ
দুইকাপ মেহেদি পাতা ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন।
এবার একটি পরিষ্কার পাত্রে মেহেদি পাতার পেস্ট এর সাথে টক দই নারিকেল তেল এবং ডিমের সাদা অংশ ভালোভাবে ঘুরিয়ে নিয়ে তৈরি করে নিন দ্রুত চুল লম্বা করতে অত্যন্ত কার্যকরী মেহেদি পাতার একটি হেয়ার প্যাক।
হেয়ার প্যাকটি চুলে ব্যবহারের প্রক্রিয়াঃ
মাথার ত্বকে চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে হেয়ার ব্রাশ এর সাহায্যে মেহেদি পাতার হেয়ার প্যাক এর মিশ্রণকে লাগিয়ে নিন।
৫ থেকে ৭ মিনিট আলতোভাবে চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
এরপর শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার কাপড়ের সাহায্যে চুল সমেত মাথা পেচিয়ে বেঁধে নিন।
এরপর ১০ মিনিট অপেক্ষা করে প্রথমে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন।
এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে পরিষ্কার করে নিন।
চুলের যত্নে মেহেদি পাতার হেয়ার প্যাক গুলো ব্যবহারের উপকারিতাঃ
চুলকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
চুলের গোড়ায় পুষ্টি যোগায়।
চুল পড়া রোধ করে।
খুশকি সম্পূর্ণরূপে দূর করে।
চুলের আগা ফাটা রোধ করে।
চুল ভেঙে যাওয়া রোধ করে।
নতুন চুল গজাতে সাহায্য করে।
চুলকে দ্রুত সময়ে ঘনকালো উজ্জ্বল এবং ঝলমলে হতে সাহায্য করে।
সিল্কি চুল পেতে সাহায্য করে।
চুল গ্রন্থিতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তুলে।