ত্বকের কালো দাগ ও মেছতা দূর করার বিশেষ ফেসপ্যাক

0
775

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে ঘরোয়া প্যাকটি শেয়ার করতে যাচ্ছি এই পদ্ধতিটি ঘরের কয়েকটি জিনিস দিয়ে তৈরি করতে পারেন এবং এর ফলাফল পাবেন দুর্দান্ত । 

মেছতার দাগ দূর করার পদ্ধতি

এই প্যাকটি যেমন ত্বক থেকে সমস্ত ধরনের কালো দাগ দূর করে দিবে , ঠিক তেমনি ত্বকের মেছতা দূর করে আপনার ত্বককে অতিমাত্রায় ফর্সা করে দিবে । 

যেহেতু এটি ঘরে থাকা উপাদান দিয়ে এটি তৈরি করতে পারবেন তাই বাইরের প্রোডাক্ট এর মতো কোনো সাইড ইফেক্ট নেই।  কোন সাইডএফেক্ট ছাড়াই নিশ্চিন্তে এই প্যাকটি ব্যবহার করতে পারবেন ।

আর এই প্যাকটি সব ধরনের ত্বকের জন্য উপকারী। 

চলুন কিভাবে এই প্যাকটি তৈরি করতে হবে তা দেখে নিই ।

প্রয়োজনীয় উপাদান 

চালের গুড়ার ফেসপ্যাক

২ চামচ চালের গুঁড়া

 এক চামচ গোলাপের পাপড়িগুলো

 চার চামচ বিটরুট পেস্ট 

 দুটি ভিটামিন ই ও

 তিন চামচ গোলাপ জল

 তৈরি করার নিয়ম

বন্ধুরা এই রেমেড়িটি তৈরি করার জন্য একটি বাটি নিয়ে এর মধ্যে সব ধরনের উপকরণ গুলো নিয়ে  প্রয়োজনমতো গোলাপজল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন । 

ব্যবহার করার নিয়ম

এরপর একটি  ব্রাশের সাহায্যে আপনি আপনার মুখে লাগিয়ে নিন । 

মুখের কাল দাগ দূর করার উপায়

এটি মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিবেন । 

নোটঃ

১। আপনাদের যাদের ত্বক তৈলাক্ত তারা প্যাকটি তৈরি করার সময় ভিটামিন-ই বাদ দিয়ে দিবেন। 

২। বন্ধুরা যদি এটি আপনি রাতে ব্যবহার করেন তাহলে আপনার জন্য আরও উপকারী হবে কেননা একটি যদি আপনি সারারাত মুখে রেখে দেন সকালে উঠে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন তাহলে আপনার ত্বক আরো উজ্জল ও ফর্সা হয়ে উঠবে ।  

ত্বক ফর্সা করতে আলুর ফেসিয়াল

৩। বন্ধুরা আপনার যদি খুব তাড়াতাড়ি মেছতা দূর করতে চান তাহলে এই ফেসপ্যাকটি সপ্তাহে তিনবার করে ব্যবহার করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here