আজ আমি নিয়ে এসেছি ১০০% কার্যকরি বিশেষ অ্যালোভেরার ফেসপ্যাক । এই ফেসপ্যাকটি ব্যবহারের ফলে ত্বকের সমস্ত ধরণের দাগ ও মেছতা দূর হয়ে যাবে এবং ত্বক ফিরে পাবে নিজের উজ্জ্বলতা ও দ্বীপ্তিময় লাবণ্যতা ।
এছাড়াও এই ফেসপ্যাকটি ত্বককে অতিময় ফর্সা করবে ।
চলুন ত্বকের কালো দাগ ও মেছতা দূর করার বিশেষ অ্যালোভেরার ফেসপ্যাকটি কিভাবে তৈরি করতে হবে তা দেখে নেওয়া যাক ।
অ্যালোভেরার ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
১ টেবিল চামচ অ্যালোভেরা জেল
১ টেবিল চামচ টকদই
১ টেবিল চামচ মধু
হাফ চামচ লেবুর রস
১ টি ভিটামিন – ই
অ্যালোভেরার ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করার নিয়মঃ
১ টি বাটি নিয়ে এর মধ্যে সব উপাদান দিয়ে খুব ভালভাবে মিশিয়ে নিন ।
মিশিয়ে নেয়ার পর ১ টি ব্রাশের সাহায্যে মুখে এপ্লাই করুন।
এপ্লাই এর ৩০ মিনিট পর কুসুম জল দিয়ে ধুয়ে ফেলুন ।
উপকারিতাঃ
অ্যালোভেরাঃ
অ্যালোভেরার মধ্যে থাকা এন্টি-অক্সিডেন্ট ও ভিটাকেরোটি এর সমন্বয়ে তৈরি হয় এন্টি-এইজিনিং ইফেক্ট যা ত্বক হতে বলিরেখাকে দূর করে দিয়ে ত্বককে হাইড্রেড করে এবং উজ্জ্বলতকে ধরে রাখতে সাহায্য করে । এছাড়াও অ্যালোভেরা ত্বককে ডেমেজ থেকে রক্ষা করে।
নোটঃ
এই রেমেড়িটি সপ্তাহে ২ বার ব্যবহার করুন ।
এই রেমেড়িটি ব্যবহার করার পর দেখুন ত্বক কতটা আগের থেকে ফর্সা ও উজ্জল হয়েছে গেছে ।