আমাদের ত্বকে যখন ব্রণ ,ব্রণের দাগ, মেছতা কিংবা চোখের নিচে কালো দাগ পড়ে তখন আমাদের মুখের সৌন্দর্য হারিয়ে যায় । দাগের কারণে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে গেলেও সব বয়সের রমণীই একান্ত মনোকামনা দাগহীন নিখুঁত উজ্জ্বল ত্বক ।
আর ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে নিজের ত্বককে দাগহীন নিখুঁত উজ্জ্বল রাখা সম্ভব ।
তাই মুখের দাগ ও মেছতা দূর করতে ২টি ঘরোয়া ফেসপ্যাক আপনাদের সাথে শেয়ার করছি। যা খুব দ্রুত মুখের কালো দাগ দূর করে দিবে ।

চলুন দেখে নিই মুখের ত্বকের সকল কালো দাগ দূর করতে এই ফেসপ্যাক গুলো কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে ।
ফেসপ্যাক-১
ফেসপ্যাকটি তৈরি করতে যা যা লাগবেঃ
- কলার পেষ্ট – ২ চামচ
- বেসন – ১ চামচ
- মধু-১ চামচ
- টকদই- ১ চামচ

তৈরির ধাপ ও ব্যবহার পদ্ধতিঃ
- প্রথমে একটি পাকা কলা নিয়ে টুকরো টুকরো করে কেটে ব্লান্ড করে নিন।
- এবার একটি পরিস্কার কাঁচের বাটিতে সবগুলো উপাদান একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নরম পেষ্ট তৈরী করুন।
- এরপর মুখ পরিস্কার করে সারা মুখে প্যাকটি লাগিয়ে অপেক্ষা করুন যেন প্যাকটি পুরুপুরি শুকিয়ে যায় ।
- প্যাকটি পুরুপুরি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

ফেসপ্যাক-২
ফেসপ্যাকটি তৈরি করতে যা যা লাগবেঃ
- ১ টি- কলার পেষ্ট
- মুলতানি মাটি – ৪ চামচ
- কাঁচা তরল দুধ – পরিমান মত ( স্মোথ পেষ্ট তৈরি করার জন্য )

তৈরির ধাপ ও ব্যবহার পদ্ধতিঃ
- প্রথমে একটি পাকা কলা নিয়ে টুকরো টুকরো করে কেটে ব্লান্ড করে নিন।
- এবার একটি পরিস্কার কাঁচের বাটিতে সবগুলো উপাদান একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নরম পেষ্ট এর মিশ্রণ তৈরী করুন।
- এরপর একটি আইস ট্রে (বরফের ট্রে) নিয়ে এরমধ্যে তৈরি করা মিশ্রণ নিয়ে নিন।
- এরপর এটি ফ্রিজের মধ্যে রেখে দিন । ( ৮ ঘন্টা পর থেকে ব্যবহার করতে পারবেন )
- বরফের টুকরো তৈরি হয়ে গেলে বরফের টুকরো নিয়ে ত্বকের মধ্যে ৫ মিনিট ম্যাসাজ করুন ।
- ৫ মিনিত ম্যাসাজ করার পর এটি ত্বকের মধ্যে আরো ১০ মিনিট রেখে দিন ।
- ১০ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলুন ।

নোটঃ
১। ফেসপ্যাক – ২ তৈরি করার সাথে সাথেও ব্যবহার করতে পারবেন । ( ফ্রিজে না রেখে )
২। ফেসপ্যাক – ২ ফ্রিজে রেখে ৭ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
৭ দিন পর আর ব্যবহার করা যাবে না ।
৩। ফেসপ্যাক-১ সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারবেন । আর ফেসপ্যাক – ২ প্রতিদিন ব্যবহার করতে পারবেন । ( বরফ টুকরো প্রতিদিন এপ্লাই করা )

কমন কিছু প্রশ্ন ও তার উত্তরঃ
১। প্রশ্নঃ মুলতানি মাটি কোথায় পাব ?
উত্তরঃ মুলতানি মাটি যে কোন কসমেটিকের দোকানে পাবেন ।