রাতে বা দিনে মাত্র তিনবার ব্যবহার করে দেখুন আপনার মুখের সব মেছতা ও ব্রনের কালো দাগ নিমিষে গায়েব হয়ে যাবে

0
659

ত্বকের সমস্যা গুলোর মধ্যে সব থেকে মারাত্মক ও বিরক্তিকর হচ্ছে মেছতা ও ব্রনের দাগ ।

ব্রণ দূর করতে ভাতের মাড়ের উপকারিতা

মেছতা ও ব্রনের দাগ চেহারার সুন্দর্যকে একেবারেই নষ্ট করে দেয় ।

ভিবিন্ন কারণে আমাদের মুখে মেছতা হয় ।

তা হলঃ

সূর্যের ক্ষতিকারক প্রভাব 

নিয়মিত ত্বকের যত্ন না নেওয়া 

থাইরয়েড 

অতিরিক্ত চিন্তা করা 

জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া সহ ও ত্বকের মধ্যে উল্টোপাল্টা কসমেটিক ব্যবহার করা । 

তাছাড়া চেহারার মধ্যে ব্রণের দাগ গুলো খুবই বিরক্তিকর। বন্ধুরা তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্কিনের সব ধরনের মেছতা ও ব্রনের কালো দাগগুলোকে নিমিষেই দূর করে স্কিনকে খুব দ্রুত ফর্সা করে তোলার জন্য লাইটেনিং গ্রেট স্কিন স্ক্রাবার বানানো উপায়। 

এটি এমন একটি টিপস যা আপনি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন । এর ব্যবহারে মেছতা  ব্রণের দাগ দূর করার পাশাপাশি আপনার স্কিন ব্রাইট আর গ্লো হতে থাকবে। 

আর কিছুদিন এই টিপসটি ব্যবহার করলে আপনার ত্বক হতে মেছতা ও ব্রনের দাগ সহ সব ধরনের কালো দাগ ম্যাজিকের মত খুব সহজেই দূর হয়ে যাবে।

 তাহলে বন্ধুরা চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে এই রেমেডি তৈরি করবেন । 

প্রয়োজনীয় উপাদানঃ

 এক চামচ আঙ্গুরের পেস্ট

 এক চামচ বিটরুট পেস্ট

কিভাবে তৈরি করবেনঃ

এই স্ক্রাবটি তৈরি করার জন্য আমাদের প্রথমে দরকার একটি বিটরুট । 

প্রথমে বিটরুটের চামড়া ছাড়িয়ে নিতে হবে । এরপর ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর বাটির মধ্যে উপাদানগুলো দিয়েনিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিন । 

স্ক্রাবারটি যেভাবে ব্যবহার করবেনঃ

স্ক্রাবটি পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেলে মুখে হালকা ভাবে স্ক্রাব করুন । 

এভাবে 10 মিনিট স্ক্রাব করে নেবার পর আরো 10 মিনিট আপনার মুখের উপর রেখে দিন । 

এটি যখন মুখের উপর শুকিয়ে আসবে তখন ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন । 

নোটঃ

১। বিটরুট যেকোনো সবজির দোকানেই পেয়ে যাবেন ।

২। ভাল ফলাফল পেতে এই স্ক্রাবারটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন । 

৩। এই স্ক্রাবারটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না । 

ব্রণ এবং ব্রণের দাগ দূর করার উপায়

এটি ব্যবহার করার পর নিশ্চয়ই খেয়াল করবেন আপনাদের ত্বকের মেছতা ও ব্রনের দাগ দূর হয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here