চেহারায় মেছতা ও ব্রণের দাগ আমাদের কারো ভাল লাগে না । আমরা সবাই চাই আমাদের ত্বক হতে মেছতা ও ব্রণের দাগ সহ সকল কালো দাগ দূর হয়ে যাক । এই
মেছতা ও ব্রণের দাগ দূর করে ত্বক গোলাপের মত গোলাপি করতে আপনাদের গোলাপের পাপড়ি গুড়ার ৩ রেমেড়ি শেয়ার করছি ।
এই রেমেড়ি গুলোর যে কোন একটি ব্যবহার করলে আপনারা অনেক ভাল ফলাফল পাবেন ।
চলুন রেমেড়ি গুলো কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে তা দেখে নিই ।
রেমেড়ি-১
যা যা দরকারঃ
- গোলাপের পাপড়ি গুড়া – ৩ চামচ
- এলোভেরা জেল –১/২ ( আধা ) চামচ
- টাকদই – ৪ চামচ
তৈরি ও ব্যবহারের নিয়মঃ
১. প্রথমে একটি পরস্কার বাটি নিন
২. সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন ।
৩. স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে ব্রাশের সাহায্যে সারা মুখ লাগিয়ে নিন ।
৪. এটি মুখের মধ্যে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন ।
৫. এটি পুরুপুরি শুকিয়ে গেলে মুখ পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন ।
৬. মুখ নিজের ব্যবহারের ময়েশ্চারাইজার লাগিয়ে নিন ।
৭. এটি সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারবেন ।
রেমেড়ি-২
যা যা দরকারঃ
- গোলাপের পাপড়ি গুড়া – ৩ চামচ
- চালের গুড়া – ২ চামচ
- ভিটামিন ই -২টি
- স্মোথ পেষ্ট তৈরি করার জন্য পরিমাণ মত গোলাপজল
তৈরি ও ব্যবহারের নিয়মঃ
১. প্রথমে একটি পরস্কার বাটি নিন
২.সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন ।
৩. স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে ব্রাশের সাহায্যে সারা মুখ লাগিয়ে নিন ।
৪.এটি মুখের মধ্যে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন ।
৫. ২০ মিনিট পর পরিস্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন ।
৬.যাদের ত্বক অয়েলি তারা ভিটামিন ই এর পরিবর্তে গোলাপজল ব্যবহার করবেন।
৭.এই রেমেড়িটি সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারবেন ।
রেমেড়ি-৩
যা যা দরকারঃ
- গোলাপের পাপড়ি গুড়া – ১ চামচ
- চিনি-১ চামচ
- অল্প লেবুর রস
তৈরি ও ব্যবহারের নিয়মঃ
১. প্রথমে একটি পরস্কার বাটি নিন ।
২.সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে ভাল করে মিশিয়ে নিন ।
৩. মিশ্রণটি নিয়ে সারা মুখ লাগিয়ে নিন ।
৪.এটি মুখের মধ্যে লাগিয়ে মুখ ৫ থেকে ৭ মিনিট মত ম্যাসাজ করুন।
৫মুখ ম্যাসাজ করার পর পরিস্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন ।
৬.যাদের ত্বক সেনসেটিভ তারা লেবুর রস এর পরিবর্তে ১ চামচ ব্যবহার করবেন ।
৭.প্রতিদিন সকালে বা রাতে কাজের শেষে এই রেমেড়িটি ব্যবহার করতে পারবেন।
মেছতা ও ব্রণের দাগ দূর করে ত্বক গোলাপের মত গোলাপি করতে গোলাপের পাপড়ি গুড়ার এই রেমেড়ি গুলো বাড়িতে ট্রাই করুন ।
কমন কিছু প্রশ্ন ও তার উত্তরঃ
১। প্রশ্নঃ এই রেমেড়ি কি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে ?
উত্তরঃ এই রেমেড়িটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না ।
২। প্রশ্নঃ গোলাপের পাপড়ির গুঁড়া কোথায় পাব ?
উত্তরঃ গোলাপের পাপড়ির গুঁড়া যে কোন কসমেটিকের দোকানে পাবেন ।