মেছতা ও ব্রণের দাগ দূর করে ত্বক ফর্সা ও গ্লোয়িং করার ফেইসপ্যাক

বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রেমেড়ি যে রেমেড়িটি ব্যবহার করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক কতটা সুন্দর ,ফর্সা আর গ্লোয়িং হয়ে গেছে এবং তার সাথে সাথে ত্বকের সমস্ত দাগছোপ একেবারে গায়েব হয়ে গেছে। এই ফেইসপ্যাকটি নিয়মিত কিছুদিন ব্যবহার করলে রোদেপোড়া দাগের পাশাপাশি ত্বক হতে মেছতা ও ব্রণের দাগগুলো দূর হয়ে যাবে এবং আপনার স্কিন ব্রাইট হতে থাকবে ।

তো বন্ধুরা চলুন, ফেইসপ্যাকটি কিভাবে তৈরি করতে হবে তা বিস্তারিত জেনে নিই।   

মেছতা ও ব্রণের দাগ দূর করে ত্বক ফর্সা ও গ্লোয়িং করার ফেইসপ্যাকটি তৈরি ও ব্যবহার করার নিয়মঃ

এবার প্যাকটি তৈরি করার জন্য একটি পরিস্কার বাটিতে

২ চামচ টমেটোর পেস্ট নিব।  

ব্রণের দাগ দূর করার উপায়

ট্মেটো ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বকের সব ধরণের দাগ ও পিগমেন্টেশনকে অনায়াসে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করবে যার কারণে ত্বকে বয়সের ছাপ আসবেনা, এবং ত্বক সবসময় ইয়াং দেখাবে ।    

এবার এর সাথে নিতে হবে

২ চামচ বেসন

১ চামচ মধু

ত্বক ফর্সা করার ফেইসপ্যাক

১ চামচ টক দই

ও ১ চামচ অ্যালোভেরা জেল।

ব্রণের দাগ দূর করার উপায়
ত্বকের যত্নে এলোভেরা জেল

যাদের ত্বকে এলার্জি আছে তারা অ্যালোভেরা জেল বাদ দিবেন।   

এরপর এদেরকে ভাল করে মিশিয়ে প্যাকটি তৈরি করে নিন।

ত্বক ফর্সা ও গ্লোয়িং করার ফেইসপ্যাক

প্যাকটি তৈরী হয়ে এলে চেহারায়  apply করে নিন ।   

এই প্যাকটি ত্বক হতে wrinkles, pimples, ও age spot কে সরিয়ে ফেলে ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে ত্বককে তুলতুলে নরম ও মুলায়েম রাখবে এবং এটি ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলার জন্য অসাধারণ কাজ করবে।    

প্যাকটি মুখে apply করার পর শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুণ । 

প্যাকটি শুকিয়ে এলে ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।    

ত্বক ফর্সা করার ফেইসপ্যাক

এই প্যাকটি ত্বককে এতটা ফর্সা, মসৃণ, টানটান আর ঝকঝকে করবে যে এই ফেইসপ্যাকটি ব্যবহার করার পর আপনি আর অন্য কোন রেমেডি ব্যবহার করতে চাইবেন না।   

ফেইসপ্যাক বানানোর জন্য বাড়িতে তৈরি করা টক দই ব্যবহার করতে পারলে ত্বকের জন্য খুব উপকার হবে।

Leave a Comment