মুলতানি মাটি ও চালের গুড়ার ফেসপ্যাক ।Bangla Beauty Tips

0
6270
bangla beauty tips 2020

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি অসাধারণ সহজ রেমিডি।এই রেমেড়িটি নিয়মিত ব্যবহার করলে আপনি আপনার ত্বক হতে সব ধরণের কালো দাগ, ব্রণ, ব্রণের দাগ ,রোদেপুড়া কালো দাগ দূর করার পাশাপাশি বয়সের ছাপকেও দূর করতে পারবেন। এর পাশাপাশি এই ফেইসপ্যাকটি ত্বক থেকে কালোভাব দূর করে ত্বককে দুধের মতো ফর্সা করবে ।     

এর জন্য একটি পরিস্কার বাটিতে  

  • ১ চামচ চালের গুড়া নিব ।

চালের গুড়ার মধ্যে Natural skin লাইটেনিং property থাকায় এটি আমাদের ত্বক থেকে বলিরেখা বয়সের ছাপ ,ব্রণের দাগ , ত্বক কোঁচকে যাওয়া ও ব্লিমিসেশের  এর মত চিহ্নগুলো  দূর করে ত্বককে এতটাই ফর্সা ও clean করে তুলবে যার ফলে আমাদের বয়স কমপক্ষে ৩-৫  বছর কম দেখাবে, এবং আপনার ত্বক হয়ে উঠবে আগের চেয়ে অনেক বেশি ইয়াং।

চালের গুড়ার সাথে এড করব

  • ১ চামচ মুলতানি মাটি
  • ১/২ চামচ মধু
  • প্রয়োজন মত দুধ ।

এবার সব উপকরণগুলোকে ভাল করে মিক্স করে নিতে হবে ।

বন্ধুরা , ফেসপ্যাকটি পুরোপুরিভাবে তৈরী । 

একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে  apply করুণ…    

               

এই রেমেড়িতে মধু থাকায় মধুর অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণু ও অন্যান্য জীবাণুর হাত থেকে ত্বককে রক্ষা করে। আর মধুর প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রোপার্টি যা ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে ত্বককে তুলতুলে নরম ও মুলায়েম রাখে।

প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ…..

২০ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।

বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভাল লেগেছে । এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভাল লেগে থাকে তাহলে please এই ভিডিওটিকে লাইক করুণ , শেয়ার করুণ এবং কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করুণ ।বন্ধুরা আপনারা আমার ভিডিওতে যত বেশি লাইক ও কমেন্ট করেন আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পায়। আজ এই পর্যন্তই ।সবাই ভাল থাকবেন ।  bye….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here