মুলতানি মাটি ও চন্দনের এই ফেসপ্যাকটি ব্যবহার করুন ত্বকের সব কালোদাগ গায়েব হয়ে যাবে  

যারা ত্বকের কালো দাগ নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তারা এই ফেসপ্যাকটি  নিশ্চিন্তে ব্যবহার করুন । এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে সব ধরনের কালো দাগ দূর হয়ে যাবে। এছাড়াও ত্বক ধীরে ধীরে ফর্সা হবে। ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করার জন্য মুলতানি মাটি ও চন্দনের এই ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকর হবে। 

চলুন এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে তা দেখি নিই । 

ফেসপ্যাকটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

মুলতানি মাটি কি?

২ চামচ মুলতানি মাটি

১ চামচ চন্দন পাউডার 

১ চামচ চিনি ও 

কাঁচা দুধের উপকারীতা

 অল্প কাঁচা তরল দুধ  

ফেসপ্যাকটি তৈরির ধাপ ও ব্যবহারঃ 

একাটি পরিস্কার বাটিতে মুলতানি মাটি, চন্দন পাউডার ,  চিনি ও কাঁচা তরল দুধ একসাথে নিয়ে ভাল করে মিশিয়ে নিন । 

এরপর ব্রাশ বা তুলার প্যাডের সাহায্যে প্যাকটি সারা মুখে লাগান । তবে ঠোঁটে ও চোখে লাগাবেন না। 

প্যাকটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন ।

১০ মিনিট পর কুসুম গরম পানিতে পরিস্কার টাওয়াল বা সুতির কাপড় ভিজিয়ে নিন। 

মুখের দাগ দূর করতে আলুর ফেসিয়াল

পানি চেপে ফেলে দিয়ে প্যাকটি মুছে তুলে নিন।

ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করার জন্য এই ফেসপ্যাকটিকে নিয়মিত ব্যবহার করুন  । 

Leave a Comment